শেখ হাসিনার একজন উপদেষ্টা এবং তারই পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাসিক বেতন প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ( ২০০,০০০ ইউ এস ডলার) !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ অক্টোবর, ২০১৪, ১০:১৯:৩১ রাত

সত্যি অবাক করার মত কান্ড !!!!

টেলিযোগাযোগ মন্ত্রী তার ভাষ্য সজীব ওয়াজেব জয়ের বেতন রিতিমতন দেশের মানুষকে অবাক করে দিয়েছে।

* আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাসিক বেতন প্রায় ২৫ লক্ষ ৭০ হাজার টাকা।

* ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের মাসিক বেতন প্রায় ১৪ লক্ষ ৮০ হাজার টাকা।

* কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন কারপারের মাসিক বেতন প্রায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মাসিক বেতন প্রায় ১৬ লক্ষ ২০ হাজার টাকা।

* ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন প্রায় ২ লক্ষ ৩৫ হাজার টাকা।

*চীনের প্রধানমন্ত্রী জি জিনপিং এর মাসিক বেতন প্র্র্র্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা।

উপরের সবার বেতন একত্র্র্র্রিত করলে মোট মাসিক বেতন হয় ৭৮ লক্ষ ৮৩ হাজার টাকা মাত্র । কিন্তু শেখ হাসিনার একজন উপদেষ্টা এবং তারই পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাসিক বেতন প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ( ২০০,০০০ ইউ এস ডলার)

বিশ্বের সববৃহত এবং শক্তিময় উপরোক্ত ৬টি রাষ্ট্রের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর থেকেও বেশী!!!

বাংলাদেশের মতো ২৫টি রাষ্ট্রের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বেতন এক করলেও সজিব ওয়াজেদ জয়ের বেতনের সমান হবে না!!

হায় সেকুলার- কি বিচিত্র এই দরিদ্র দেশ!!!

বিষয়: রাজনীতি

৯৮৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271510
০৪ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাইয়া। ঈদের আগে সুন্দর একটি পোষ্ট জনসম্মুখে নিয়ে আসার জন্য জাজাকাল্লাহ। ঈদ মুবারক।
271518
০৪ অক্টোবর ২০১৪ রাত ১১:১৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক সত্য জিনিস মানুষ জানার পরেও সেটাকে প্রচার না করার কারনে বিস্তর লোক জানতে পারে না তাই সরকার অন্যায়ের পর অন্যায় কাজ করে লোকজনের টেক্সের টাকা লুটপাট করে খেতে পারে
271536
০৫ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৮
ফেরারী মন লিখেছেন : Surprised Surprised Surprised Surprised ও মাই গড!!!
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৮
215998
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইয়েচ
271543
০৫ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৯
শেখের পোলা লিখেছেন : প্রধান মন্ত্রীর উপদেষ্টা৷ যাইতাই ব্যাপার নয়৷ প্রধান মনত্রীর বেতনটা কি জানা যায়?
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৮
215997
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
271551
০৫ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৬
সাদাচোখে লিখেছেন : এটা বেতন নয়। এটা সন্মানি, এই জন্য যে মন্ত্রী মশাই উক্ত পদ হতে যে লাভ করবেন - তার একটা ভাগ তার নিয়োগকর্তাকে দিতেই পারেন। কারন ব্যবসাটা তো পুজি হীন অথচ লাভজনক।
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৮
215996
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি দাদা মুরগি তার সে যেই খান দিয়ে কাটবে আমাদেরকে মানতে হবে
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
216083
সাদাচোখে লিখেছেন : এটা দূর্ভাগ্যজনক হলেও বাংলাদেশীদেরকে মানতে হবে। আর না মানলে মানতে বাধ্য করা হবে। এ আর নতুন কি?

আজকের একবিংশ শতাব্দীর বাংলাদেশের সরকার ও মানুষের নীতি, রীতি ও পরিচিতি টা এমন ই।

ধন্যবাদ।
272028
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৭
272407
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৩:১১
তিমির মুস্তাফা লিখেছেন : শেখ হাসিনার নিজের বেতন কত!
জয় এর মত উপদেষ্টা পৃথিবীতে কি ঐ এক পিস নাই আরও আছে?
এখন শুধু একটা কাজ বাঁকি - সংবিধানে পাশ করিয়ে নিতে হবে- গণতন্ত্র নয় – বাংলাদেশে স্থায়ী রাজতন্ত্র চালূ হবে ! এরপর আর কোন ইলেকশন নামের প্রহসন হবে না- যুবরাজ ‘বাবা জয়’ আজীবন বাংলাদেশের ‘রাজা হবেন ! খরচ বাঁচবে!
272605
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি এটা হয়তো তাদের পরিকল্পনায় আছে বারবার নির্বাচন করে টাকা নষ্টকরার দরকার কি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File