শেখ হাসিনার একজন উপদেষ্টা এবং তারই পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাসিক বেতন প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ( ২০০,০০০ ইউ এস ডলার) !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ অক্টোবর, ২০১৪, ১০:১৯:৩১ রাত
সত্যি অবাক করার মত কান্ড !!!!
টেলিযোগাযোগ মন্ত্রী তার ভাষ্য সজীব ওয়াজেব জয়ের বেতন রিতিমতন দেশের মানুষকে অবাক করে দিয়েছে।
* আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাসিক বেতন প্রায় ২৫ লক্ষ ৭০ হাজার টাকা।
* ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের মাসিক বেতন প্রায় ১৪ লক্ষ ৮০ হাজার টাকা।
* কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন কারপারের মাসিক বেতন প্রায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মাসিক বেতন প্রায় ১৬ লক্ষ ২০ হাজার টাকা।
* ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন প্রায় ২ লক্ষ ৩৫ হাজার টাকা।
*চীনের প্রধানমন্ত্রী জি জিনপিং এর মাসিক বেতন প্র্র্র্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা।
উপরের সবার বেতন একত্র্র্র্রিত করলে মোট মাসিক বেতন হয় ৭৮ লক্ষ ৮৩ হাজার টাকা মাত্র । কিন্তু শেখ হাসিনার একজন উপদেষ্টা এবং তারই পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাসিক বেতন প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ( ২০০,০০০ ইউ এস ডলার)
বিশ্বের সববৃহত এবং শক্তিময় উপরোক্ত ৬টি রাষ্ট্রের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর থেকেও বেশী!!!
বাংলাদেশের মতো ২৫টি রাষ্ট্রের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বেতন এক করলেও সজিব ওয়াজেদ জয়ের বেতনের সমান হবে না!!
হায় সেকুলার- কি বিচিত্র এই দরিদ্র দেশ!!!
বিষয়: রাজনীতি
৯৮৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজকের একবিংশ শতাব্দীর বাংলাদেশের সরকার ও মানুষের নীতি, রীতি ও পরিচিতি টা এমন ই।
ধন্যবাদ।
জয় এর মত উপদেষ্টা পৃথিবীতে কি ঐ এক পিস নাই আরও আছে?
এখন শুধু একটা কাজ বাঁকি - সংবিধানে পাশ করিয়ে নিতে হবে- গণতন্ত্র নয় – বাংলাদেশে স্থায়ী রাজতন্ত্র চালূ হবে ! এরপর আর কোন ইলেকশন নামের প্রহসন হবে না- যুবরাজ ‘বাবা জয়’ আজীবন বাংলাদেশের ‘রাজা হবেন ! খরচ বাঁচবে!
মন্তব্য করতে লগইন করুন