দূরে চলে যাওয়া মানেই তো ভুলে যাওয়া নয়
লিখেছেন লিখেছেন জোছনার আলো ১২ এপ্রিল, ২০১৩, ০৪:৪৩:৩৫ বিকাল
দূরে চলে যাওয়া মানেই তো ভুলে যাওয়া নয়,
স্মৃতিরা বয়ে চলে হ্বদয়ের পথে,অতীত অম্লান রয়।
লাগে না ভালো এখন আর কোনো ক্ষণ,
হ্বদয়ের পথে আর হাটে না এ মন,
তবুও মনে রাখবো তোমায় আজীবন।
আছি দূরে,তবুও ভালোবাসি আজও তোমায়,
দূরে চলে যাওয়া মানেই তো ভুলে যাওয়া নয়।
তুমি যে শুধুই আমার,
আসুক পথে যতই আঁধার,
হবে-ই দেখা কোনো পথের বাঁকে আবার।
তোমার চলার পথ হয়েছে ভিন্ন,
আমিও আজ পথ চলেছি অন্য।
তবুও মনে রেখো তুমি,
তোমার-ই আছি আমি,
কেউ না জানুক,জানে এই অন্তরযামী।
সেই সে ভালোবাসা আজোও রয়েছে অক্ষয়,
জেনে রেখো, দূরে চলে যাওয়া মানেই তো ভুলে যাওয়া নয়।
বিষয়: বিবিধ
২০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন