আড্ডা পোস্ট:::আসেন আড্ডাই কিছুক্ষণ Bring it On

লিখেছেন লিখেছেন নীলসালু ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫০:০৩ দুপুর

এক সময় ব্লগে অনেক মজা করতাম আড্ডা দিতাম সবাই মিলে সব ব্লগারদের কথা না হয় আমি না ই বললাম সেটা আপনারাই বলিয়েন কারা কারা আড্ডা দিতাম একসাথে??

একটু আগে একজন ব্লগার ফেসবুকে বলছিলেন আড্ডা নিয়ে,আর তাই দিয়ে দিলাম আড্ডা পোস্ট!!

ভেবে কিছু না পেয়ে ভাবলাম "বইমেলা" নিয়ে শিক্ষনীয় কিছু আড্ডা এবং স্মৃতি আমরা এখানে তুলে ধরবো যাতে বড় এবং মুরুব্বি টাইপের ব্লগার দের কাছ থেকে আমরা কিছু জানতে এবং শিখতে পারি।

তো চলুন ব্লগের মধ্যে দিয়েই আমরা চলে যাই আমাদের সেই পুরনো আড্ডায় এবং বই মেলাতে।



বিষয়: বিবিধ

২২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File