আমরা কোন জাতের মুসলমান ?

লিখেছেন লিখেছেন সান বাংলা ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫০:১০ দুপুর

সকল সর্বদলীয় রাজাকারদের স্বঠিক এবং সষ্টু তদন্তের মাধ্যমে বিচার চাই এমন কথা বললেই আপনিও রাজাকার!

মসজিদে টিয়ারশেল মেরে,জুতা পায়ে দিয়ে গ্রেপ্তার করলে ও সমস্যা না,আল্লাহ্ ও রাসুলকে নিয়ে কটু্উক্তি করলে সমস্যা না, কোরআন অবমাননা করলে, ছুড়ে ফেলে দিলে, আগুন দিলে সমস্যা না, মাগার শহীদ মিনারে জুতা পায়ে গেলে সমস্যা, জাতীয় পতাকা ছিড়লে সমস্যা! আমরা কোন জাতের মুসলমান ?

যুদ্ধাপরাধীদের বিচার করবেন ভাল কথা যুদ্ধাপরাধীদের বিচারের নামে ধর্মিয় অনুভুতিতে কেন বার বার আঘাত করছেন?কি বুজাইতে চাচ্ছেন দেশের মানুষকে? আপনারা কাদের দালালী করতেছেন?আপনারা কাদের এজেন্ডা?শাহবাগে নাস্তিক গুলাকে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে সেটাকে গনজাগরণ মঞ্চ বানানো হয়েছে,ওখানে কারা? সবাইতো আওয়ামি লীগেরই।দেশের সাধারন জনগোষ্ঠীর কেউ নেই সেখানে।চিপায় পড়ে আপনারাই বলেন আমরা আওয়ামি লীগের না। আমরা দেশের সাধারন জনগোষ্ঠীর অংশ।

আজকে এটাই প্রমানিত হল যুদ্ধাপরাধীদের বিচারের নামে যারা ধর্মিয় অনুভুতিতে বার বার আঘাত করতেছে,শাহবাগে গনজাগরণ মঞ্চে অবস্থান করছে এবং নাস্তিকদের সমর্থন করে যাচ্ছে এরাই নাস্তিক বাদী আওয়ামি লীগ!চিপায় পড়লেই অন্য দলের নাম বলে।দেশের সাধারন জনগোষ্ঠীর নাম ভাংগিয়ে খায়।

আজ যে ইসলামী দলগুলা মিছিলের আহ্বান করেছে তারা কত শান্তিপ্রিয়। তারা ধর্ম নিয়ে অপরাজনীতি করে না, তারা কোন আঁতাতে বিশ্বাস করে না। তারা তাদের মত করে ইসলামের খেদমত করে যায় কিন্তু ইসলাম, রাসুল, পবিত্র কুরআন আক্রান্ত হলে তারা গর্জে উঠে। এটা ইতিহাসিক সত্য।

বিষয়: রাজনীতি

১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File