যৌন হয়রানির অভিযোগে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক বহিষ্কার

লিখেছেন লিখেছেন নীলসালু ২৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৪৯:৫৭ রাত

অবশেষে যৌন হয়রানির অভিযোগে বহিষ্কার করা হলো উত্তরা হাই স্কুল এন্ড কলেজের বাংলার শিক্ষক সাইফুল্লাহ জোয়ারদারকে

নাম সাইফুল্লাহ জোয়ারদার

বিষয় - বাংলা।

পূর্বের শিফট - সকাল (ছাত্রীদের)

বর্তমান শিফট - বিকাল (ছাত্রদের)

প্রতিষ্ঠান - উত্তরা হাই স্কুল এন্ড কলেজ।

ছাত্রছাত্রীদের মধ্যে তিনি জোয়ারদার স্যার নামে পরিচিত।

আগে অকারণেও ছাত্র/ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে এবং এটি নিয়ে পত্রিকায়ও লিখালিখি হয়েছিলো। সেটি কিছুটা কমে এলেও বেশ অনেকদিন ধরেই ছাত্রীদেরকে রাতে ফোন দিয়ে, নোংরা কথবার্তা বলে আসছেন তিনি আর তার সাথে নোংরা প্রস্তাব। কিন্তু, পরীক্ষায় নাম্বার কম দেওয়া এবং ফেল করিয়ে দেয়ার ভয়ে কেউ সেটা প্রকাশ করতে সাহস পায়নি।

অবশেষে একজন ছাত্রী এরকম একটি ফোনালাপ রেকর্ড করে ফেলে। কলেজ কর্তৃপক্ষকে সব জানানোর পরও প্রথমে তাকে বহিষ্কার করার বদলে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং জোয়ারদারকে মর্নিং শিফট (ছাত্রীদের) থেকে ডে শিফট (ছাত্রদের) এ বদলি করে।

কিন্তু তবুও থামেনা তার এসব কার্যকলাপ। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে সবাইকে সাবধান করার জন্য ফোনালাপটি প্রকাশ করা হয়েছে।

জোয়ারদারের কুকীর্তির কাহিনী গত ২৭ তারিখ রাতে ইউটিউব ও আমার ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেই। ক্লিপে তার নিজের ও কলেজের নাম্বার দেওয়া ছিলো। আর তাতেই টনক নড়ে কলেজ কর্তৃপক্ষের।

কলেজের আরেক শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) ২৮ তারিখ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি কেউ রিসিভ করছে না বলে জানা গেছে।

এর আগে জোয়ারদারকে ফোন করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে নিজের ভুল স্বীকার করেন এবং অনলাইন থেকে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ এবং ডকুমেন্ট সরিয়ে নিতেও অনুরোধ করেন।

ইউটিউব লিংক: ভিকারুন্নেসার পর উত্তরা হাই স্কুলে উদয় হলো নতুন আরেক পরিমলের

মিডিয়াফায়ার অডিও লিংক:: জৈনক ছাত্রীর সাথে জোয়ারদারের ফোনালাপ

টেক্সট ডকুমেন্ট:: জোয়ারদারের সাথে জৈনক ছাত্রীর কথাবার্তা (লিখিত)

নিউজ লিংক: বিডি টুডে অডিও >> ভিকারুন্নেসার পর উত্তরা হাই স্কুলে আরেক পরিমল!

সেদিন রাত থেকেই তার ব্যক্তিগত ও কলেজের নাম্বারে অসংখ্য ফোন যেতে শুরু করে। তার নিজের ফোন সে কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেয়। অসংখ্য ফোনকলের কারণে রাতে কলেজের নাম্বারও বন্ধ করে দেয়া হয়। রাতেই তার বাসায় বহিস্কারাদেশ পাঠিয়ে দেয়া হয় বলে জানা গেছে।

বিষয়: বিবিধ

৭৭৮৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169156
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নষ্ট চরিত্র সম্পন্ন মানুষ রুপি জানোয়ার দের পরিচয় জাতির সামনে উপস্তাপনের জন্য আপনার ভুমিকা আরো বেশি চাই। অনেক ধন্যবাদ ভাইয়া
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
122952
নীলসালু লিখেছেন : ইনশাআল্লাহ ভাই
169160
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৭
শুভ্র কবুতর লিখেছেন : শালু ভাই নাকি?
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৪
122957
নীলসালু লিখেছেন : আমনে কেডা মিবাই??? Surprised
169164
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:১০
আইল্যান্ড স্কাই লিখেছেন : বহিস্কার করা ঠিক হয়নি কারন সে উত্তরা হাই স্কুল এন্ড কলেজে মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিলেন ?
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৯
122958
নীলসালু লিখেছেন : উত্তরা হাই স্কুল কিন্তু চেহারা কার্টুনের এলাকা Winking
169166
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:২২
গেরিলা লিখেছেন : খাইচহে। কি সেকিস আলাপ I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩১
122962
নীলসালু লিখেছেন : গামছা দিয়া মুখ ঢাকেন Tongue
169170
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৪
ওসমান গণি মৃধা লিখেছেন : চাকরীচ্যুত করায় তীব্র নিন্দা ঝানাই Winking
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪০
122968
নীলসালু লিখেছেন : আমি মনে করি চাকুরিচ্যুত করায় ভালোই হয়েছে, কারণ এইবার কর্মগুলো ইজি ভাবে সাধন করতে পারবে সে Winking
169186
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
নূর আল আমিন লিখেছেন : সালু ভাই কাইলকা আন্নের বদৌলতে জোয়াদ্দার বেডার কথা হুনছি আসলে এই গুলা কোন খারাপ কাজ না এইগুলা চ্যাতনার বহিপ্রকাশ আসেন চ্যাতনার সুরে বলি জয় বাংলা gay চেতনা
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৬
122993
নীলসালু লিখেছেন : gay বাংলা, এইবার চেতনা সামলা Winking
169260
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৪
নূর আল আমিন লিখেছেন : সালু ভাই ফেবুতে কি হুনতাছি আমনের আইডি নাকি বন্ধ কৈরা দিছে
169275
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩১
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : চালকবিহীন ড্রোন উড়ল আকাশে ........
বিস্তারিত পড়ুন
Click this link
169360
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৪:১২
তহুরা লিখেছেন :
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
123183
প্রিন্সিপাল লিখেছেন : এর মাঝে কি আর হবে? সমাজ সেবা হয়।
১০
169494
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
প্রিন্সিপাল লিখেছেন : তাকে শাস্তি দেয়ার আগে, আমাদের গোটা সমাজটাকেই শাস্তি দয়ো দরকার।
সে যদি অপরাধী হয় ৫০% তবে আমাদের সমাজ ব্যবস্থাটা অপরাধী ১০০%।
১১
169718
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
পল্লবগ্রহিতা লিখেছেন : জাক্কাস হইছে। শালা কুত্তারবাচ্ছা আবার টিচার হইসে
১২
170177
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
অজানা পথিক লিখেছেন : ভালো তো? ভালো না?
১৩
170380
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৫
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক

জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক

১৪
171022
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
বুড়া মিয়া লিখেছেন : শিক্ষকের দোষ আর কি? সিষ্টেমের দোষ এগুলো।

মেয়েগুলা কো-এড সিষ্টেমে টয়লেটে গিয়ে কতো অপকর্ম করে বেড়াচ্ছে স্কুলে/পার্কে তার ইয়াত্তা নাই, আর এখানে বুইড়া শিক্ষককে পছন্দ হয় নাই বলে ফাস করেছে ঘটনা। আর এখন মেয়ে বলছে বলে এতো লাফালাফি? আর মেয়ে স্বেচ্ছায় অপকর্ম করলে তার জন্য চিল্লায় না কেন?

এই শিক্ষক স্কুলে মেয়েদের সাথে ইটার‍্যাকশনের সুযোগ না পেলে – নাম্বার পেতো? যোগাযোগ করতে পারতো? আর ছেলে মেয়েদের কো-এড এ ইন্টার‍্যাকশনের সুযোগ না থাকলে – পার্কে বা টয়লেটে গিয়ে আকাজ করতে পারতো? মেয়েদের পড়ানোর জন্য মেয়েরা নাই? এতো না হাউ-মাউ কইরা কাইন্দা বেড়ায় মেয়েরা যে তাদের কর্ম লাগবে? কি কর্ম? ছেলেদের সাথের কর্ম করা লাগবে পছন্দসই এর সাথে ঢলাঢলির জন্য? এই অধিকারের জন্য হাউমাউ করে চিল্লায় রাস্তায়?

স্কুল-কলেজ-অফিস সবখানে বাস্তবিক চিত্র এটাই – এগুলো আমরা বাস্তবেই দেখেছি এবং দেখছি।

প্রতিকারের কোন উপায় নাই, দূরত্ব বজায় রাখা ছাড়া!
১৫
171839
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৭
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : এসব টিচার নামী টিজিংবাজদের ধরে সোজা শূলে চড়ানো উচিত.…ষ্টুপিট যতসব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File