সরকার এবং মিডিয়া এবং জনগণের অবস্থা এখন কেমন।
লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৪৫:৪৭ রাত
দেশের অবস্থা নিয়ে এখন তেমন কিছু বলবোনা।কারণ দেশের অবস্থা সবাই কম-বেশী জানেন।তবুও কিছু ব্যাপার না বললেই নয়,এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশর কিছু অঞ্চলে মানুষ একবোরে অসহায় জীবন-যাপন করছে।এখানে সাতক্ষীরার কথা না বললেই নয়।সাতক্ষীরার জনপদ টা এখন একটা ধ্বংস স্তুপে রূপ নিয়েছে।যৌথবাহীনির অবিযানের নামে প্রতিদিন খুন করা হচ্ছে হাজারো ,মানুষ।গুম করে হত্যা করা হচ্ছে রাজনৈতিক নেতাদের।সাজনো হচ্ছে ক্রসফায়ারের নাটক।কৌশলে পোশাক কারখানা গুলো কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।আমর জানা মতে অনেক ছোট-ছোট পোশাক কারখানা গুলো বন্ধ হয়ে যা্চ্ছে।মাীলক পক্ষ হতাশ।চারদিকে তাকালে হতাশ হতে ই হবে।সরকার রাজনৈতিক ভাবে দমন-নিপিরন চালাচ্ছে।আর জনগণ সেটা মুখ বুজে সহ্য করছে।প্রতিদিন খালি হচ্ছে এক-একজন মায়ের বুক।অনুসন্ধান করলে জানা যায় জামায়াত-শিবির কারাই হলো তাদের মুল অপরাধ।তারা ইসলাম এর পথে লড়াই করে।দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে।আর সরকার তাদের মুখ বন্ধকরে অস্র দিয়ে।তাদের দমন করে দেশটাকে ভারতের হাতে দেয়ার পায়তারা করছে।আরো আনেক কিছু করছে যা সাধারণ মানুষ জানেনা।তাদের ধারণার বাহিরে।
মিডিয়াঃগণমাধ্যম কে বলা হয় জাতির বিবেক।আর এই বিবেকবান মানুষ গুলোই জাতির কুলাঙ্গার সন্তান হয়ে আছে। তারা প্রচার করেনি সাতক্ষীরার খবর।সাতক্ষীরায় গণহত্যা চালানোর ফুটেজ তাদের কাছে থাকলে ও তারা সেটা টেলিকাস্ট করেনি।কারণ তারা এটা প্রচার করলে কোটি কোটি টাকা তাদের পকেটে যাবেনা।কিন্তু তারা ভাবেনি তাদের সামন্য কছিু টাকার লোভে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ অসহায় হয়ে যাচ্ছে।স্বাধীনতা হারিয়ে ফেলছে মানুষ।সারা দেশের মানুষ নিজের জীবন নিয়ে সঙ্কিত।গণমাধ্যম কর্মীরা নিজেদের কথা এবং নিজেদের পরিবারের কথা চিন্তা করছে ঠিকই কিন্তু তারা অন্য মানুষদের কথা চিন্তা করছেনা।কিন্তু খোঁজ নিলে দেখা যায় যাদের মারা হচ্ছে তারা কারো না কারো আত্মীয়-স্বজন।তবে কিছু -কিছু গণমাধ্যম এর বাস্তব চিত্র তুলে ধরেছে কিন্তু ধরাসায়ী হয়েছে সরকারের দানব থাবায়।কিছু দিন অগে সিলগালা করে দিয়েছে দেশের অতি পুরাতন একটি জাতীয় পত্রিকা ইনকিলাব এভাবে গণমাধ্যম হারাচ্ছে তাদের অধিকার।
নতুন নিতিমালায় গণমাধ্যমঃপ্রস্তাবিত নতুন নিতিমালায় গণমাধ্যমকে পঙ্গু করে দেয়া হয়েছে।নতুন গণমাধ্যম এর প্রতি তোলা হচ্ছে আগ্নে অস্র।নতুন অনুমোদন নেয়ার জন্যে অনলাইন মাধ্যম গুলো কে দিতে হবে যথাক্রমে ৫০০০,২০০০০০ এবং পাঁচ লক্ষ টাকা।এ যেনো দিনে দুপুরে ডাকাতি।কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজীরা এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে।সব কিছু মুছে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একটি ডিজিটাল বাকশালের দিকে।
সর্বপরি জনগণঃজনগণ রাতে ঘুমায় একটি মৃত্যুর দুঃশ্চিন্তা নিয়ে।আর সকালে ঘুম ভাঙ্গে আরো হাজারো অসহায়ত্ব দেখার ভয় নিয়ে।
বিষয়: বিবিধ
৪১৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
মন্তব্য করতে লগইন করুন