বিয়ের প্রথম রাতে নারীদের মাঝে যে ভয়গুলো কাজ করে Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৬:৫৫ রাত



বিয়ের প্রথম রাত- প্রতিটি মানুষের জীবনেরই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি। বিয়ের প্রথম রাত তথা ফুলশয্যার রাত নিয়ে পুরুষের মাঝে যেমন কাজ করে প্রবল উত্তেজনা, নারীর মাঝে কাজ করে ঠিক তেমনি ভয়। শুধু ভয় বললে কম বলা হবে, ভয়-শঙ্কা-অস্বস্তি সব মিলিয়ে অনেকগুলো অনুভব কাজ করে প্রত্যেক নারীর মাঝেই। তবে ইউরোপ আমেরিকা বা পশ্চিমা দেশগুলোতে এসব পাবেন না। কারণ তাদের বিয়েরই দরকার পড়ে না আর পড়লেই সবকিছু আগেই.......

তো চলুন, ফুলশয্যার রাত নিয়ে নারীর ৭ ধরণের ভয় সেগুলোর নেপথ্যে কারণগুলো জেনে নিই।

১) প্রথম যৌন মিলনের ভয়টা তো থাকেই

বিয়ের সাথে জড়িয়ে আছে যৌন সম্পর্কের বিষয়টা। এবং প্রেম করে বিয়ে হোক বা পারিবারিক, অবধারিত ভাবেই বিয়ের রাতে এই বিষয়টি নিয়ে প্রবল ভয় কাজ করে নারীদের মাঝে। কেননা এখনো আমাদের দেশের মেয়েরা সাধারণত বিয়ের আগে ভার্জিনই থাকেন। ফলে নিজের জীবনের প্রথম যৌন মিলনের ব্যাপারটি নিয়ে শংকা হওয়াটাই স্বাভাবিক।

২) প্রথম আরেকজন মানুষের সাথে নিরবিলি জীবন

ঠিক আরেকজনও না, বর। এতদিন যাকে কেবল দূর থেকেই দেখেছেন, তার সাথেই এখন কাটাতে হবে জীবন। একই কামরায় দুজনে নিরিবিলি জীবন-যাপন করবেন, একসাথে কাটাবেন জীবনের বাকি রাতগুলো। কী হবে, কেমন হবে ইত্যাদি নিয়ে সব নারীই অনেক কিছু চিন্তা করে ফেলেন।

৩)কেমন দেখাচ্ছে আমাকে?

বিয়ের প্রথম রাত বলে কথা, প্রত্যেক নারীই চান এইদিন তাঁকে অপ্সরার মত দেখতে লাগুক। কেমন দেখাচ্ছে তাঁকে, বরের চোখে ভালো লাগছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে শংকায় ভোগেন প্রায় সব নারী।

৪) পরের দিন সকালটা কেমন হবে?

নতুন একটি মানুষের সাথে শুরু হবে পরের দিনটি। লজ্জা, জড়তা, অস্বস্তি সবকিছু মিলিয়ে একটি নতুন জীবনের যাত্রা। নিজের চিরচেনা জীবনের প্রায় সবকিছুই মেয়েদের ফেলে আসতে হয় বাবার বাড়িতে, নিজের প্রায় সমস্ত অভ্যাসই বিয়ের পর বদলে ফেলতে হয়। পরের দিন সকালটি কেমন হবে, কোন কাজটি কীভাবে করবেন এগুলো নিয়ে দুশ্চিন্তায় ভোগেন প্রায় সব নারীই।

৫)চারদিকে শুধু নতুন মানুষ

কেবল স্বামী তো নন, শ্বশুরবাড়িতে প্রায় সকলেই নতুন। সকলের সাথে মানিয়ে নেয়া, সকলের সাথে সম্পর্ক তৈরি করার পালাটি শুরু হয়ে যায় বিয়ের প্রথম রাতটি থেকেই। পরের দিন থেকেই একেবারে ভিন্ন একটি জীবনের যাত্রা শুরু। বিয়ের রাতে শ্বশুরবাড়ির প্রায় সবকিছুই নিয়েই ভাবতে থাকেন মেয়েরা।

৬) জন্মনিয়ন্ত্রণ

প্রেমের বিয়ে হোক বা পারিবারিক, যৌন অভিজ্ঞতা আগে থাকুক বা না থাকুক- কোন নারীই চান না বিয়ের প্রথম রাতেই গর্ভবতী হয়ে যেতে। কিন্তু প্রথম রাতেই বরের সাথে বিষয়টি নিয়ে কথা বলা অস্বস্তিকর। তাই বলাই বাহুল্য নার্ভাস হয়ে পড়েন নারীরা বিষয়টি নিয়ে।

৭) মা-বাবাকে মনে পড়ে সবচাইতে বেশি

জীবনে কখনো পরিবারকে ছেড়ে থাকা হয়নি। কীভাবে থাকা হবে সবাইকে ছাড়া? মা-বাবাকে ছাড়াতে কীভাবে কাটবে জীবন? ইত্যাদি শঙ্কা সব মেয়েকেই কমবেশি ঘিরে ধরে বিয়ের প্রথম রাতে।

বিষয়: বিবিধ

১৮৮২ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303001
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩৫
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৩
245069
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এটা মেয়েদের পোষ্ট ভাই Love Struck Love Struck
303006
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০২
মোতাহারুল ইসলাম লিখেছেন : সংবিধিবদ্ধ সতর্কিকরণঃ মেয়েলি পোস্ট, পুরুষের পড়া বারন।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৪
245070
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তালিপরে আপনে নিজেকে কি প্রমাণ করিলেন মেয়াবাই? Rolling on the Floor Rolling on the Floor
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৮
245073
মোতাহারুল ইসলাম লিখেছেন : সতর্কিকরণ ছিলনা বিধায় বিধি ভং হয়েছে।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৮
245074
মোতাহারুল ইসলাম লিখেছেন : সতর্কিকরণ ছিলনা বিধায় বিধি ভংগ হয়েছে।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২২
245087
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor নো প্রবলেম
303022
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫১
সুশীল লিখেছেন : ভালো লাগলো স্বাগতম অনেক ধন্যবাদ Thinking Thinking Yawn Yawn
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২২
245088
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সেই টাইম পার হয়ে গেছে ভাবির Love Struck Love Struck Love Struck
303041
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৩২
sarkar লিখেছেন : আগের সেই দিন আর নাই এখন।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩১
245168
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কেন মেয়েদের ভিতর থেকে কি ভয় উঠে গেছে?
303067
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৪০
কাহাফ লিখেছেন :
মেয়েরা কোথায়? তোমাদের জন্যে পোস্ট এটা!!
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৫
245169
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মেয়ে ঢুকার আগেই সব ছেলেরা ঢুকে বসে আছে। মেয়েরা তো লাজুক প্রকৃতির তাদের তো ঢুকার সোর্স দিতে হবে তাই না?
303099
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৩
মাটিরলাঠি লিখেছেন :
এই ৭টি ভয় বা স্তর পেরিয়ে হাসিনা ও খালেদা কেমন সুন্দর দেশ চালাচ্ছেন !

০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৬
245170
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই জন্যই বুঝি দেশে এত শান্তি আর শান্তি
307708
০৭ মার্চ ২০১৫ রাত ১১:৩০
হরিপদ লিখেছেন : তা াাপনি বিয়ে করেছেন তো ? এখনকার মেয়েদের একটা বড় অংশই ভার্জিন নয়। আর অধিকাংশ মেয়েদের এক পাল ছেলে বন্ধু আছে। তাদের সাথে এরা সব বিষয়ে কথা বলে। এমনকি দাম্পত্য জীবনের গোপন বিষয়েও
০৭ মার্চ ২০১৫ রাত ১১:৫৭
248917
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথা সইত্য বলেছেন তয় আমি কিন্তু এহুনু কুমার আছি। Tongue Tongue
308507
১২ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৫
সোহেল মোল্লা লিখেছেন : অনেক ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৬
291414
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ ভাই। বিয়ে করেছেন তো ? Love Struck Love Struck
317623
৩০ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩০
সরল মন লিখেছেন : আচ্ছা আগেকার যুগে বিদায়লগ্নে কান্নার আওয়াজে বাতাশ ভাড়ী হতো ! এখন তা দিনে দিনে লোপ পাচ্ছে কেন ?
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৬
291415
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সব খোলাসা হয়ে যাচ্ছে তাই। আর মেয়েরা তথ্য প্রযুক্তির কল্যাণে সব আগেই জেনে যাচ্ছে তাই এমন মনে হচ্ছে।
১০
350038
১৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার লিখাটা খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৭
291416
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তা আপনার ভালো লেগে তো কোনো কাজ নেই ভাইসাব। Love Struck Love Struck মেয়েদের ভাল লাগলেই না আমার লেখাটার স্বার্থকতা। Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File