Roseএগিয়ে যাচ্ছে সিবিএফ-রিয়াদ: শীঘ্রই আসছে পূর্নাঙ্গ কমিটিRose

লিখেছেন লিখেছেন লোকমান ২৬ অক্টোবর, ২০১৪, ০৭:৫৩:৩৮ সন্ধ্যা



কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ) এর ব্যানারে একত্রিত হচ্ছেন রিয়াদের ব্লগারগণ। ইতিমধ্যে গঠন করা হয়েছে "সিবিএফ-রিয়াদ" এর আহবায়ক কমিটি। চলছে সদস্য সংগ্রহের কাজ। দফায় দাফায় বৈঠক করে যাচ্ছে আহবায়ক কমিটি, উদ্দেশ্য একটি গ্রহনযোগ্য পূর্নাঙ্গ কমিটি উপহার দেয়া। যে কমিটির নেতৃত্বে এগিয়ে যাবে সিবিএফ রিয়াদ।



সর্বশেষ শুক্রবার (২৪/১০/২০১৪ইং) রাতে হারায় অনুষ্ঠিত হয় সিবিএফ রিয়াদ এর আহবায়ক কমিটির বৈঠক। ব্লগার সালসাবিল এর কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় বৈঠক। সিবিএফ রিয়াদ এর আহবায়ক ব্লগার তীর্যক১০ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ব্লগার ফখরুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিবিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রিয়াদ আহবায়ক কমিটির উপদেষ্টা ব্লগার মেরাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক সোনালী দিন, যুগ্ম আহবায়ক শহীদ মোবারক, আনোয়ার বিন কাসেম, কাহাফসহ আরো অনেকে।



বৈঠকে সদস্য সংগ্রহের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। এছাড়াও বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয় বৈঠকে। কাজের সুবিধার্থে একজন দফতর সম্পাদক নির্বাচন করা হয়। নৈশ ভোজের মাধ্যমে রাত ৯টায় শুরু হওয়া বৈঠকের একটায় শেষ হয়।



উল্লেখ থাকে যে,

Time Outমূল মিটিংয়ে ব্লগার সোনালী দিন উপস্থিত না থাকলেও খানা শুরুর কিছুক্ষন :-পূর্বেই তিনি হাজির হয়ে যান।

Time Outব্লগার কাহাফ অনেক দুর থেকে এসেছিলেন, আসার সময় আমাদের জন্য তিন প্যাকেট খেজুর নিয়ে আসেন। বাট বৈঠক মেরাজ ভাইয়ের বাসায় হওয়ায় তিনি ভাড়া হিসেবে খেজুর তিন প্যাকেট রেখে দেন। কাউকে খেতে দেননি তিনি পরে একা একা খাবেন। পেটে পিড়া হলে এ জন্য সিবিএফ রিয়াদের কোন সদস্য দায়ী থাকবে না।

Time Out ব্লগার বিপ্লবী'র শুভ কাজের কথা বার্তা পাকা হয়ে আছে শুধু আবুল স্যরি কবুল বলা বকি। বৈঠকে উপস্থিত মুরুব্বি ব্লগারগন তার শুভ কাজ যেন অশুভ না হয় সেজন্য দোয়া করেন।

I Don't Want To See ব্লগার তীর্যক১০ এর মুখে এত রুচি তা ঐদিনের খাওন না দেখতে বুঝতে পারতাম না। আল্লাহ তার মুখের রুচি আরো বাড়িয়ে দিন।



(গভীর রাতে গরুর পায়া দিয়ে খুবুজ খাওয়ার মজাই আলাদা)

এ পর্যন্ত যাদের নাম সিবিএফ-রিয়াদ এর লিষ্টে যুক্ত হয়েছে তাদের একটি লিষ্ট নিচে প্রদান করা হলো।

সিবিএফ-রিয়াদ এর সদস্যদের লিষ্ট (আপডেট চলছ..)

১.মেরাজ

২.তীর্যক১০

৩.প্রবাসী

৪.ফখরুল

৫.সোনালী দিন

৬.লোকমান

৭.আবু জারীর

৮.বিপ্লবী

৯.আনোয়ার বিন কাসেম

১০. সালসাবিল

১১. ওমর শরীফ

১২. কাহাফ

১৩. আব্দুল মান্নান জয়

১৪.ওমর ফারুক

১৫. দ্বীন ইসলাম

১৬. জাগরণ

১৭.মো: আনোয়ার শাহাদাত

১৮.সাইফুল সাইমুম

১৯. জামাল

২০. মানিক

২১.স্বাধীন

২২.দুখু মিয়া

২৩.কামাল পারভেজ

২৪.দাশু

২৫.তসলিম

২৬.ইঞ্জিনিয়ার তৈমুর হোসেন

২৭.আরিফ হোসেন

২৮.জাহাঙ্গীর আলাম

২৯.আশরাফ

৩০.নুরু

৩১.আব্দুল্লাহ

৩২. মতিউর

৩৩.আমিনুল ইসলাম হৃদয়

৩৪.গোলাজার মোল্লা

৩৫.সৈয়দ মাজহার সিদ্দীক

৩৬.মো: শামসুদ্দীন চৌ: মাসুদ

৩৭.নাজমুল করিম

৩৮.সায়্যেদ মাজহার সিদ্দিক

৩৯. আহমেদ আরিফ

৪০. নুরুন্নবি



কারো নাম বাদ গেলে দয়া করে আওয়াজ দিন

বিষয়: বিবিধ

২৩৯৪ বার পঠিত, ৬৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278414
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০০
তীর্যক১০ লিখেছেন : সৈয়দ মাজহার সিদ্দীক
মো: শামসুদ্দীন চৌ: মাসুদ
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
222217
লোকমান লিখেছেন : Applause Applause Applause Applause Applause
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
222218
লোকমান লিখেছেন : Applause Applause Applause Applause Applause
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৮
222224
ফখরুল লিখেছেন : মাইনাচ কি জন্যেরে ভাই আমি তো আর সোনালী শ্বশুরের মত খাবারের আগ মুহূর্তে উপস্থিত হইনাই। এত কষ্ট কইরে সোনার মদিনা থেকে উড়ে গেলাম আপনাগোরে দেখতে। আর শেষ বেলায় কি না মাইনাচ পাইলাম????? Broken Heart Crying Crying Crying
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৫
222233
লোকমান লিখেছেন : আর একটা মাইনাস দিলাম। এবার মিলাইয়া নেন Applause Applause Applause
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৬
222355
ফখরুল লিখেছেন :
278420
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
222219
লোকমান লিখেছেন : শুনে খুশী হলাম <:-P
278421
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৫
ফখরুল লিখেছেন : ধন্যবাদ লোকমান ভাই। Rose Rose

Roseনাজমুল করিম।
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২২
222220
লোকমান লিখেছেন : আপনেরে মাইনাস Winking) Winking)
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৮
222226
ফখরুল লিখেছেন : মাইনাচ কি জন্যেরে ভাই আমি তো আর সোনালী শ্বশুরের মত খাবারের আগ মুহূর্তে উপস্থিত হইনাই। এত কষ্ট কইরে সোনার মদিনা থেকে উড়ে গেলাম আপনাগোরে দেখতে। আর শেষ বেলায় কি না মাইনাচ পাইলাম????? Love Struck Crying Crying Crying Crying
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৫
222234
লোকমান লিখেছেন : Waiting Waiting Winking) Winking) :Thinking :Thinking
278425
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৭
রাজাকারের বেয়াই লিখেছেন : ধন্যবাদ, সি,বি,এফ এগিয়ে যাবে দুর্বার গতিতে, এটাই কামনা করি
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২২
222221
লোকমান লিখেছেন : শুভ কামনার জন্য শুভেচ্ছা গ্রহন করুন Good Luck Good Luck
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
222227
ফখরুল লিখেছেন : Good Luck Good Luck
278427
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৮
সালসাবীল_২৫০০ লিখেছেন : এগিয়ে যাক সিবিএফ-রিয়াদ !

Roseশুভকামনা রইল Rose
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৩
222222
লোকমান লিখেছেন : ঐদিন বৈঠকে সালসাবীল_২৫০০ এর মন খারাপ ছিল কেন? ভাবীকে খুব মনে পড়ছিল নাকি Broken Heart Broken Heart Broken Heart
278430
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৮
আফরা লিখেছেন : এগিয়ে যাক সিবিএফ-রিয়াদ ! শুভকামনা Rose Rose

এটাও খুব ভাল লাগল আপনাদের ওখানে অনেক ব্লগার ।
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৫
222223
লোকমান লিখেছেন : জ্বি সত্যি আমাদের এখানে অনেক ব্লগার। যে কোন অনুষ্ঠানে গেলে কয়েকজন ব্লগারের সাথে দেখা হবেই। আমরা সংগঠিত হচ্ছি সমাজকে ভালো কিছু উপহার দিতে। ধন্যবাদ আফরা Good Luck Good Luck
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৪
222232
ফখরুল লিখেছেন : সামনের বৈঠকের গুরুত্ব পূর্ণ এজেন্ডা হচ্ছে, চীর কুমার সমিতি কি ভাবে দুর্বল করা যায়।
278439
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৪
ফখরুল লিখেছেন : সামনের বৈঠকের গুরুত্ব পূর্ণ এজেন্ডা হচ্ছে, চীর কুমার সমিতি কি ভাবে দুর্বল করা যায়।
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৬
222235
লোকমান লিখেছেন : হা হা হা । এই সমিতির লোকেরা আপনার কি ক্ষতি করছে Winking) Winking) Winking) পাকা ধানে মই দিছে :D/ :D/ :D/
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৮
222236
ফখরুল লিখেছেন : এরা কথায় কথায় মানুষেরে মাইনাচে।
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৭
222356
ফখরুল লিখেছেন :
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৩
222372
লোকমান লিখেছেন : এটা কি ভাই?
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৯
222376
ফখরুল লিখেছেন : এইটা কেরোসিনের বোতল।
278448
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:১০
সোনালী দিন লিখেছেন : আচ্ছা সেইদিন কি গরুর পায়া খাইছেন? অল্লাহি আমি কিন্তু গরুর পায়া খাইনি। আচ্ছা গরুর পায়া কিভাবে খাইছেন? আপনারা মানুষ নাকি অন্য কিছু?
তবে যা ই খান সি বি এফ কে এগিয়ে নিয়ে যান সেই কামনা করি।
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৪
222245
লোকমান লিখেছেন : আপনার নামে গুরুতর অভিযোগ করেছে। আপনি শুধু খাওয়ার সময় হাজিরা দেন Waiting Waiting Waiting
সকলে সহযোগিতায় সিবিএফ-রিয়াদ অনেক দুর এগিয়ে যাবে ইনশা আল্লাহ।
278449
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৫
অনেক পথ বাকি লিখেছেন : কমিটি নিয়া যেন কামড়াকামড়ি না হয় সেদিকে লক্ষ্য রাইখেন। Tongue Tongue
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৫
222246
লোকমান লিখেছেন : সে ধরনের লোক সিবিএফ-রিয়াদে আছে বলে আমার মনে হয় না।
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৫
222299
কাহাফ লিখেছেন :

ইনশা আল্লাহ এমন হওয়ার সম্ভাবনা বিলকুলই নেই ভাই।স্বীয় স্বার্থে আমাদের পথ চলা নয়,বৃহত্তর স্বার্থে কাজ করতে চাই আমরা।Good Luck
১০
278465
২৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৫
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাদের উতসাহব্যঞ্জক এ পদযাত্রাকে কবিতা দিয়ে সাদরে গ্রহন করলাম।

আমাদের আইপেল টাওয়ার নেইতো কি হয়েছে
আছে দেশ প্রেমে শ্রেষ্ঠদের স্মৃতি দিয়ে গড়া
মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকা শহীদ মিনার,
তাজমহলের ছেয়েও গর্বকরার মত আছে
আমাদের ঐতিহ্য ঐতিহাসিক কুতুব মিনার।

আমাদের বরফের পাহাড় নেইতো কি হয়েছে
আছে মায়ের রেখে যাওয়া শিশির ভেজা সবুজ চাদর,
যেখানে মাটির মানুষেরা গড়িয়ে একাকার হয়,
সাজানো নৌকা আজও পাল তুলে রাঙ্গিয়ে দেয়,
দল বেধে আজও মানুষেরা আনন্দে মেতে উঠে
বরন করিতে সাজানো বাসরের বধূ-বর।

আমাদের বাদ্যযন্ত্রের কারখানা নেইতো কি হয়েছে
আছে প্রকৃতি ভরা পাখির ডাক, আর
গাছডালে বসে তোলা কোকিলের সুমধূর সুর,
মদ, গাজা আর হোরোইনের মত
অভিশপ্ত আসরের নেই ছড়াছড়ি,
মিনার হতে ভেসে আসা আজানে
এখনো প্রভুভক্ত মানুষদের ভাঙ্গে ভোর।

রবীন্দ্রনাথ, নজরুল আর শরতের মত আছে
কালজয়ী সাহিত্যিক, প্রকৃতির সেরা কাব্য-কবি,
সুকান্ত, জসিম উদ্দীন, আর সত্যন্দ্রনাথের কবিতায়
এঁকেছে বাতাসের ঢেউয়ে বয়ে যাওয়া পল্লীর ছবি।

এ যেন পৃথিবীর বুকে রুপ ঢেলে দেয়া এক সবুজের খন্ড,
যেখানে নেই মানবতা বিধ্বংসী এ্যাটম,
নেই কোন মরন ছোবল দেয়ার মত মারণাস্ত্র, যাহা
তিল তিল করে গড়ে উঠা সভ্যতাকে
নিমিষেই করে দেয় পন্ড।

আমাদের জম্নভূমির মা আজও দাঁড়িয়ে অপেক্ষা করে
না দেখা সন্তানের ভালবাসা পেতে কেঁদে ভেজায় দু'নয়ন,
আজও এখানে প্রেম প্রীতির শিহরন পেয়ে ঘুম ভাঙ্গে
প্রকৃতির জোয়ার ভাটা, নদীর কলতানে
এখনো মুখরিত হয়ে উঠে ঋতুর বৈচিত্রতায় ভরা এ গগন।

আমাদের আছে ভাষা-বিপ্লব আর
দেশের জন্য আত্মাহুতি দেয়া মুক্তিযুদ্বের গর্বিত ইতিহাস,
আছে সবুজের উপর রক্তের দলামাখা লাল বৃত্ত,
পৃথিবীতে আমাদেরই কেবলমাত্র আছে একটি দেশ,
এটি ১৬ কোটি মানুষের স্বপ্নে লালিত
অহংকার করার মত গর্বিতদের সোনার বাংলাদেশ।

সেই সোনার বাংলাদেশের গোড়াপত্ততে দিশেহারা এ জাতিকে এগিয়ে নিতে কলমী যোদ্ধা সিবিএফ এর এসব বিন্দু বিন্দু মিলে সিন্ধু হবে সে প্রতীক্ষায় জেগে আছিগো ভাই......রিয়াদ সিবিএফ জিন্দাবাদ।
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:৫১
222272
লোকমান লিখেছেন : আপনার এই মন্তব্যের যথার্থ জবাব দেয়ার যোগ্যতা নাই পোস্টদাতার। শুধু বলতে চাই আমরা সিবিএফ কর্মীরা সমাজকে ভালো কিছু উপহার দিতে চাই। সামনে পথ চলতে,
চাই সবার পরামর্শ ও সুন্দর দিক নির্দেশনা।
আমরাই (ব্লগাররা) পরবো সমাজের সকল মন্দকে ভালো দিয়ে বদলে দিতে। আমাদের পারতেই হবে Praying Praying
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২১
222360
প্রেসিডেন্ট লিখেছেন : দারুণ কবিতাটির জন্য শুভেচ্ছা নিন মজুমদার ভাই। Good Luck Good Luck Good Luck
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩২
222378
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ লোকমান ভাই আর প্রেসিডেন্টকে ভূয়সী প্রশংসার জন্য।
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৩
222413
ফখরুল লিখেছেন : সাথে আছি, থাকব, অনেক পথ দিতে হবে পাড়ি।
আলোর কাফেলা ছুটে যাবে সম্মুখে হবেনা দাঁড়ি। Rose Rose
২৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৯
222655
তীর্যক১০ লিখেছেন : প্রবাসী মজুমদারের দক্ষ নেতৃত্ব আর দিকনির্দেশনা সিবিএফ এগিয়ে যাবে ইনশাআল্লাহ্।
১১
278487
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:০২
মেরাজ লিখেছেন : এখানে কিসের খাওয়া দাওয়া চলছে?
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:৪১
222270
লোকমান লিখেছেন : শহীদ মোবারক ভাইয়ের বিয়ের অগ্রীম পার্টি
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৭
222351
ফখরুল লিখেছেন :
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫২
222353
ফখরুল লিখেছেন :
১২
278537
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৮
কাহাফ লিখেছেন :
'সিবিএফ,রিয়াদ'এর পথ চলা হোক কুসুমাস্তীর্ণ এই শুভ কামনা আমাদের। Rose Rose Rose

২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৪
222373
লোকমান লিখেছেন : Praying Praying Praying Praying Praying
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৪
222381
কাহাফ লিখেছেন :
MOney Eyes MOney Eyes Love Struck Love Struck Applause Applause phbbbbt phbbbbt
১৩
278582
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৩
প্রেসিডেন্ট লিখেছেন : এগিয়ে চলুক সিবিএফ। নবগঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। Rose Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৫
222374
লোকমান লিখেছেন : এগিয়ে চলছে সিবিএফ। এগিয়ে যাবে বহুদুর ইনশা আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩২
222379
ফখরুল লিখেছেন : Praying Praying Praying Praying দরখাস্ত প্রেসিডেন্ট ভাই।
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৩
222380
কাহাফ লিখেছেন :

প্রেসিডেন্সিয়াল নাইস কমেন্ট,থ্যাংক্যু ...।<:-P <:-P <:-P
১৪
278585
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৬
বিপ্লবী লিখেছেন : অভিনন্দন সবাইকে
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৮
222375
লোকমান লিখেছেন : Applause Applause Applause Applause আপনাকে ধন্যবাদ।
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪১
222382
ফখরুল লিখেছেন :

১৫
278591
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪১
ফখরুল লিখেছেন :
১৬
278592
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫০
সাইফুল সাইমুম০১ লিখেছেন : ধন্যবাদ, সি,বি,এফ এগিয়ে যাবে দুর্বার গতিতে, এটাই কামনা করি
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
222411
ফখরুল লিখেছেন : সাথে আছেন, থাকবেন, অনেক পথ দিতে হবে পাড়ি।
আলোর কাফেলা ছুটে যাবে সম্মুখ পানে হবেনা দাঁড়ি। Rose Rose
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:১০
222505
লোকমান লিখেছেন : আপনার মত ব্লগার পেয়ে সিবিএফ দূর্বাব গতিতে না এগিয়ে উপায় আছে? কি বলেন সাইফুল ভাই??
১৭
278632
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৯
ওমর শরীফ লিখেছেন : সি,বি,এস কমিটির সকল সদস্যদের আমার অভিনন্দন। আশা করছি সি,বি,এফ দূর্বার গতিতে এগিয়ে যাবে।সি,বি,এস সার্বিক বিষয়ে অগ্রনী ভূমিকা পালন করবে। ইংশাআল্লাহ Rose Rose Rose
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
222412
ফখরুল লিখেছেন : সাথে আছেন, থাকবেন, অনেক পথ দিতে হবে পাড়ি।
আলোর কাফেলা ছুটে যাবে সম্মুখ পানে হবেনা দাঁড়ি। Rose Rose
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:১১
222506
লোকমান লিখেছেন : সিবিএফ কোন ভূমিকাই পালন করবে না, পালন করতে হবে সিবিএফ কর্মীদের তথা আপনার আমার। কি বলেন ওমর শরীফ ভাই?
১৮
278705
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:১০
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : অাপনাদের সুন্দর ভালো সৎ কাজের সৎ নিয়তের ইসলামের প্রচার অাাল্লাহ কবুল করুণ, অামিন
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৬
222460
ফখরুল লিখেছেন : আপনাকে সিবিএফ রিয়াদ এ স্বাগতম Rose Rose Rose
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:১২
222508
লোকমান লিখেছেন : আমিন
২৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৭
222666
ফখরুল লিখেছেন : োকমান ভাই সাইফুল ইসলাম গাজী ভাই রিয়াদের দাখেল মাহদুদ থাকে। উনার নাম টা এড করেন।
১৯
278982
২৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৮
তীর্যক১০ লিখেছেন : ক্ষনে ক্ষনে লগইন আর লগআউট হচ্ছি, কাজে চাপে কিছুই লিখা হচ্ছেনা। আপনাদের সবার মন্তব্য, পরামর্শ, সহযোগিতা সিবিএফ কে অনুপ্রাণিত করবে এবং সহজসাধ্য করবে পথচলা। সবার সক্রিয় সহযোগিতা আর মূল্যবান পরামর্শ কামনা করছি।
২০
280110
০১ নভেম্বর ২০১৪ রাত ১২:৪২
খেয়া ঘাট ফরিদপুর লিখেছেন : আয় কি ধারে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File