এগিয়ে যাচ্ছে সিবিএফ-রিয়াদ: শীঘ্রই আসছে পূর্নাঙ্গ কমিটি
লিখেছেন লিখেছেন লোকমান ২৬ অক্টোবর, ২০১৪, ০৭:৫৩:৩৮ সন্ধ্যা
কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ) এর ব্যানারে একত্রিত হচ্ছেন রিয়াদের ব্লগারগণ। ইতিমধ্যে গঠন করা হয়েছে "সিবিএফ-রিয়াদ" এর আহবায়ক কমিটি। চলছে সদস্য সংগ্রহের কাজ। দফায় দাফায় বৈঠক করে যাচ্ছে আহবায়ক কমিটি, উদ্দেশ্য একটি গ্রহনযোগ্য পূর্নাঙ্গ কমিটি উপহার দেয়া। যে কমিটির নেতৃত্বে এগিয়ে যাবে সিবিএফ রিয়াদ।
সর্বশেষ শুক্রবার (২৪/১০/২০১৪ইং) রাতে হারায় অনুষ্ঠিত হয় সিবিএফ রিয়াদ এর আহবায়ক কমিটির বৈঠক। ব্লগার সালসাবিল এর কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় বৈঠক। সিবিএফ রিয়াদ এর আহবায়ক ব্লগার তীর্যক১০ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ব্লগার ফখরুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিবিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রিয়াদ আহবায়ক কমিটির উপদেষ্টা ব্লগার মেরাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক সোনালী দিন, যুগ্ম আহবায়ক শহীদ মোবারক, আনোয়ার বিন কাসেম, কাহাফসহ আরো অনেকে।
বৈঠকে সদস্য সংগ্রহের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। এছাড়াও বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয় বৈঠকে। কাজের সুবিধার্থে একজন দফতর সম্পাদক নির্বাচন করা হয়। নৈশ ভোজের মাধ্যমে রাত ৯টায় শুরু হওয়া বৈঠকের একটায় শেষ হয়।
উল্লেখ থাকে যে,
মূল মিটিংয়ে ব্লগার সোনালী দিন উপস্থিত না থাকলেও খানা শুরুর কিছুক্ষন :-পূর্বেই তিনি হাজির হয়ে যান।
ব্লগার কাহাফ অনেক দুর থেকে এসেছিলেন, আসার সময় আমাদের জন্য তিন প্যাকেট খেজুর নিয়ে আসেন। বাট বৈঠক মেরাজ ভাইয়ের বাসায় হওয়ায় তিনি ভাড়া হিসেবে খেজুর তিন প্যাকেট রেখে দেন। কাউকে খেতে দেননি তিনি পরে একা একা খাবেন। পেটে পিড়া হলে এ জন্য সিবিএফ রিয়াদের কোন সদস্য দায়ী থাকবে না।
ব্লগার বিপ্লবী'র শুভ কাজের কথা বার্তা পাকা হয়ে আছে শুধু আবুল স্যরি কবুল বলা বকি। বৈঠকে উপস্থিত মুরুব্বি ব্লগারগন তার শুভ কাজ যেন অশুভ না হয় সেজন্য দোয়া করেন।
ব্লগার তীর্যক১০ এর মুখে এত রুচি তা ঐদিনের খাওন না দেখতে বুঝতে পারতাম না। আল্লাহ তার মুখের রুচি আরো বাড়িয়ে দিন।
(গভীর রাতে গরুর পায়া দিয়ে খুবুজ খাওয়ার মজাই আলাদা)
এ পর্যন্ত যাদের নাম সিবিএফ-রিয়াদ এর লিষ্টে যুক্ত হয়েছে তাদের একটি লিষ্ট নিচে প্রদান করা হলো।
সিবিএফ-রিয়াদ এর সদস্যদের লিষ্ট (আপডেট চলছ..)
১.মেরাজ
২.তীর্যক১০
৩.প্রবাসী
৪.ফখরুল
৫.সোনালী দিন
৬.লোকমান
৭.আবু জারীর
৮.বিপ্লবী
৯.আনোয়ার বিন কাসেম
১০. সালসাবিল
১১. ওমর শরীফ
১২. কাহাফ
১৩. আব্দুল মান্নান জয়
১৪.ওমর ফারুক
১৫. দ্বীন ইসলাম
১৬. জাগরণ
১৭.মো: আনোয়ার শাহাদাত
১৮.সাইফুল সাইমুম
১৯. জামাল
২০. মানিক
২১.স্বাধীন
২২.দুখু মিয়া
২৩.কামাল পারভেজ
২৪.দাশু
২৫.তসলিম
২৬.ইঞ্জিনিয়ার তৈমুর হোসেন
২৭.আরিফ হোসেন
২৮.জাহাঙ্গীর আলাম
২৯.আশরাফ
৩০.নুরু
৩১.আব্দুল্লাহ
৩২. মতিউর
৩৩.আমিনুল ইসলাম হৃদয়
৩৪.গোলাজার মোল্লা
৩৫.সৈয়দ মাজহার সিদ্দীক
৩৬.মো: শামসুদ্দীন চৌ: মাসুদ
৩৭.নাজমুল করিম
৩৮.সায়্যেদ মাজহার সিদ্দিক
৩৯. আহমেদ আরিফ
৪০. নুরুন্নবি
কারো নাম বাদ গেলে দয়া করে আওয়াজ দিন
বিষয়: বিবিধ
২৩৯৪ বার পঠিত, ৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মো: শামসুদ্দীন চৌ: মাসুদ
নাজমুল করিম।
শুভকামনা রইল
এটাও খুব ভাল লাগল আপনাদের ওখানে অনেক ব্লগার ।
তবে যা ই খান সি বি এফ কে এগিয়ে নিয়ে যান সেই কামনা করি।
সকলে সহযোগিতায় সিবিএফ-রিয়াদ অনেক দুর এগিয়ে যাবে ইনশা আল্লাহ।
ইনশা আল্লাহ এমন হওয়ার সম্ভাবনা বিলকুলই নেই ভাই।স্বীয় স্বার্থে আমাদের পথ চলা নয়,বৃহত্তর স্বার্থে কাজ করতে চাই আমরা।
আমাদের আইপেল টাওয়ার নেইতো কি হয়েছে
আছে দেশ প্রেমে শ্রেষ্ঠদের স্মৃতি দিয়ে গড়া
মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকা শহীদ মিনার,
তাজমহলের ছেয়েও গর্বকরার মত আছে
আমাদের ঐতিহ্য ঐতিহাসিক কুতুব মিনার।
আমাদের বরফের পাহাড় নেইতো কি হয়েছে
আছে মায়ের রেখে যাওয়া শিশির ভেজা সবুজ চাদর,
যেখানে মাটির মানুষেরা গড়িয়ে একাকার হয়,
সাজানো নৌকা আজও পাল তুলে রাঙ্গিয়ে দেয়,
দল বেধে আজও মানুষেরা আনন্দে মেতে উঠে
বরন করিতে সাজানো বাসরের বধূ-বর।
আমাদের বাদ্যযন্ত্রের কারখানা নেইতো কি হয়েছে
আছে প্রকৃতি ভরা পাখির ডাক, আর
গাছডালে বসে তোলা কোকিলের সুমধূর সুর,
মদ, গাজা আর হোরোইনের মত
অভিশপ্ত আসরের নেই ছড়াছড়ি,
মিনার হতে ভেসে আসা আজানে
এখনো প্রভুভক্ত মানুষদের ভাঙ্গে ভোর।
রবীন্দ্রনাথ, নজরুল আর শরতের মত আছে
কালজয়ী সাহিত্যিক, প্রকৃতির সেরা কাব্য-কবি,
সুকান্ত, জসিম উদ্দীন, আর সত্যন্দ্রনাথের কবিতায়
এঁকেছে বাতাসের ঢেউয়ে বয়ে যাওয়া পল্লীর ছবি।
এ যেন পৃথিবীর বুকে রুপ ঢেলে দেয়া এক সবুজের খন্ড,
যেখানে নেই মানবতা বিধ্বংসী এ্যাটম,
নেই কোন মরন ছোবল দেয়ার মত মারণাস্ত্র, যাহা
তিল তিল করে গড়ে উঠা সভ্যতাকে
নিমিষেই করে দেয় পন্ড।
আমাদের জম্নভূমির মা আজও দাঁড়িয়ে অপেক্ষা করে
না দেখা সন্তানের ভালবাসা পেতে কেঁদে ভেজায় দু'নয়ন,
আজও এখানে প্রেম প্রীতির শিহরন পেয়ে ঘুম ভাঙ্গে
প্রকৃতির জোয়ার ভাটা, নদীর কলতানে
এখনো মুখরিত হয়ে উঠে ঋতুর বৈচিত্রতায় ভরা এ গগন।
আমাদের আছে ভাষা-বিপ্লব আর
দেশের জন্য আত্মাহুতি দেয়া মুক্তিযুদ্বের গর্বিত ইতিহাস,
আছে সবুজের উপর রক্তের দলামাখা লাল বৃত্ত,
পৃথিবীতে আমাদেরই কেবলমাত্র আছে একটি দেশ,
এটি ১৬ কোটি মানুষের স্বপ্নে লালিত
অহংকার করার মত গর্বিতদের সোনার বাংলাদেশ।
সেই সোনার বাংলাদেশের গোড়াপত্ততে দিশেহারা এ জাতিকে এগিয়ে নিতে কলমী যোদ্ধা সিবিএফ এর এসব বিন্দু বিন্দু মিলে সিন্ধু হবে সে প্রতীক্ষায় জেগে আছিগো ভাই......রিয়াদ সিবিএফ জিন্দাবাদ।
চাই সবার পরামর্শ ও সুন্দর দিক নির্দেশনা।
আমরাই (ব্লগাররা) পরবো সমাজের সকল মন্দকে ভালো দিয়ে বদলে দিতে। আমাদের পারতেই হবে
আলোর কাফেলা ছুটে যাবে সম্মুখে হবেনা দাঁড়ি।
'সিবিএফ,রিয়াদ'এর পথ চলা হোক কুসুমাস্তীর্ণ এই শুভ কামনা আমাদের।
প্রেসিডেন্সিয়াল নাইস কমেন্ট,থ্যাংক্যু ...।<:-P <:-P <:-P
আলোর কাফেলা ছুটে যাবে সম্মুখ পানে হবেনা দাঁড়ি।
আলোর কাফেলা ছুটে যাবে সম্মুখ পানে হবেনা দাঁড়ি।
মন্তব্য করতে লগইন করুন