কমিউনিটি ব্লগার ফোরাম রিয়াদ এর আহবায়ক কমিটি গঠন
লিখেছেন লিখেছেন লোকমান ১৯ অক্টোবর, ২০১৪, ০৪:৫৮:১৩ বিকাল
কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ) এর রিয়াদ শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রিয়াদের হারায় ব্লগারদের এক আলোচনায় সভার মাধ্যমে এই আহবায়ক কমিটি করা হয়। এতে ব্লগার লেখক আমিনুল হুদা শাহিকে আহবায়ক এবং সাংবাদিক ব্লগার ফখরুল ইসলামকে সদস্য সচিব করা হয়। ২১ সদস্য বিশিষ্ট আহবায় কমিটিতে রয়েছেন রিয়াদের নবীন প্রবীন ব্লগাররা।
আহবায়ক কমিটি গঠনের পূর্বে টেলিকনফান্সে বক্তব্য রাখেন কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্লগার কবি ও সাতিহ্যিক আনোয়ার হোসেন মজুমদার (প্রবাসী মজুমদার)। তিনি বলেন ব্লগারদের লেখা লেখির মাধ্যমে সমাজের সকল অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে। নতুন নতুন লেখক তৈরি করতে হবে। তিনি আরো বলেন দেশ ও জনগনের পক্ষে লিখে যাওয়াই আমাদের কাজ।
কেন্দ্রীয় কমিটির সদস্য ব্লগার মেরাজে রিয়াদ আহবায়ক কমিটির উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান, যুগ্ম-আহবায়ক লোকমান বিন নুর হাশেম, আবু জারীর, শহীদ মোবারক, আনোয়ার বিন কাসেম ও নুরুল ইসলাম।
সদস্যরা হলেন, ফরিদ মাহবুব, ওমর শরীফ, মোহাম্মদ উল্লাহ্ ছোটন, আব্দুল মান্নান জয়, ওমর ফারুক, দিন ইসলাম, কাজল আঁখি, সাইফুল সাইমুম, সাইদুর রহমান, জামাল, আবুল বাশার প্রমুখ।
এই আহবায়ক কমিটি তিন মাসের মধ্যে একটি পূনাঙ্গ কমিটি ঘোষনা করবে।
অনুষ্ঠান শেষে ব্লগার মেরাজ ভাইয়ের দেশে থেকে আনা কোরবানীর গোস্ত খুব মজা করে খাই ব্লগাররা সবাই মিলে।
রিয়াদের ঘুমিয়ে পড়া ব্লগারগন আওয়াজ দিন প্লিজ। আবার জাগিয়ে তুলুন নিজের মাঝে ঘুমিয়ে পড়া লেখক সত্ত্বাকে।
বিষয়: বিবিধ
১৭৩১ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক দেরীতে হলেই আপনারা একটা মহৎ ও খুব ভাল উদ্যোগ গ্রহন করেছেন তাই সবাইকে ধন্যবাদ
পরবর্তীতে ভাবলাম যে যেহেতু সিবিএফ করা হয়েছে আমরা ও সিবিএফ এর ব্যানারে কাজ করব। সব মিলিয়ে দোয়া।
আহা
উনারা সব এই ব্লগের উজ্জ্বল নক্ষত্র
দোয়া করি আরো উজ্জ্বল হয়ে দেশ ও জাতিকে আলোকোদ্ভাসিত করুন এবং সকল কানাগলি ও রাজপথের অন্ধকারে ঝাড়বাতির প্রহরা বসান
সকলকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
আশা করবো সাউদি আরবের সব শহরে সিবিএফ এর কার্যকর কমিটি কাজ শুরু করবে।
রিয়াদের সম্মানীত ব্লগারদেরকে জেদ্দায় আমন্ত্রন রইল।
সবাইকে আবার ও শোভেচ্ছ।
যে বা যারা সিবিএফ এর লক্ষ্য উদ্দেশ্যের সাথে ঐকমত্য পোষনকরতঃ এই বটবৃক্ষের নীচে সমবেত হতে ইচ্ছুক; সবাইকে সাদর আমন্ত্রন। যারা কমিটি গঠন নিয়ে অযথা প্রশ্ন তুলে ধূম্রজাল সৃস্টি করছেন, তাদের সবিনয়ে বলছি কেন্দ্রিয় কমিটির দৃস্টি আকর্ষন না করে বরং আহবায়ক কমিটির দৃস্টি আকর্ষন করুন, সেটাই বরং দৃস্টি নন্দন, শোভন ও যৌক্তিক হবে।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাদের কে।
আমরাও আছি রিয়াদে। নুরা ইউনিভার্সিটির সাথেই,৯নং মাখরাজ।
'০৫৩১০০৬২২১'
রাত্র ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই নম্বরে পাওয়া যাবে।
শ্রদ্ধেয় লোকমান ভাই,আমার ডিউটি রাতে তো তাই ঘুমানোর সময় মোবাইল বন্ধ করে রাখি, সরি ভাই! এটাই আমার নম্বর।
শ্রদ্ধেয় ফখরুল ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি কল দিয়ে ছিলেন।
আপনাদের সুস্হ্যতা কাম্য......।
মন্তব্য করতে লগইন করুন