তুমি কার ?
লিখেছেন লিখেছেন লোকমান ২৩ ডিসেম্বর, ২০১২, ১২:৪৬:০৭ দুপুর
বন্ধু তুমি কার ?
বলো একবার।
এভাবে.........
কত দিন যাবে আর ??
তুমি খুব অভিমানী
সে কথাও আমি জানি,
কিছু বলি না তোমার ডরে
থাকি শুধু চুপ করে।
এভাবে হয় না বন্ধু
একটা কিছু করো,
অভিমান ভাঙ্গো
হাতটা শক্ত করে ধরো।
সাহস রাখো বুকে
চলো অনেক দুরে হারিয়ে যাই,
যেখানে তুমি আমি ছাড়া
আর কেহ নাই।
হাতে হাত রেখে বল এবার
তুমি আমার শুধুই আমার।
আমি তোমার জান
তুমি আমার প্রাণ।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন