স্বামী যখন হুজুর

লিখেছেন লিখেছেন লোকমান ০৬ জুলাই, ২০১৪, ০৪:০৬:৫৪ বিকাল

(১)

কখন ভাবিনি আমার হুজুর টাইপের

কারো সাথে বিয়ে হবে।

আমার ইচ্ছা না থাকা সত্তেও

পরিবারের চাপে বিয়ের

পিড়িতে বসতে হয়। আমি মর্ডান

মেয়ে আর বিয়ে করব

কিনা হুজুরকে, ভাবতেই কেমন যেন

সংকোচ বোধ হচ্ছিল।

এমনিতেই বিয়ে করতে ইচ্ছা করছিল

না তাতে আবার এক

বান্ধবি এসে বলল:- কিরে রিয়া তুই

হুজুরকে বিয়ে করলি আর পাত্র

খুজে পাসনি। আর এক

ভাবী এসে কানে ফিসফিস করে বলল:-

তোর বরের

তো সারা মুখেই দারি কিস

করবি কোথায় ।খুব বিরক্ত

লাগছিল । ইচ্ছা করছিল এখুনি আসন

থেকে উঠে যাই।

হটাৎ পায়ের ঠক ঠক আওয়াজে ঘোমটার

ফাক দিয়ে আর

চোখে দেখলাম একজন লোক আসতেছে।

তার বেশভুষা আর

গঠন দেখে বুঝলাম উনি আমার স্বামী।

অনিচ্ছা থাকা সত্তেও

উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম

করলাম। থাক থাক বলে আমার ২

বাহুতে হাত

দিয়ে তুলে বিছানায় বসাল আর বলল:-

তোমার নাম কি ?

খুব ইচ্ছা করছিল বলতে আমার নাম

না জেনেই

আমাকে বিয়ে করেছেন। বললাম:- রিয়া

--সুন্দর নাম কিন্তু

তুমি কি জানো রিয়া নামের অর্থ কি ?

মেজাজটা খারাপ হওয়ার উপক্রম

বললাম:- না

--শোন আরবিতে রিয়া শব্দের অর্থ

অহংকার। আর

মানুষকে যে জিনিসগুলা ধ্বংস করে দেয়

তার

মধ্যে রিয়া অন্যতম ।তাই আজ

থেকে আমি তোমাকে মীম

বলে ডাকব ।নাহ আর মেজাজটা ঠিক

রাখতে পারছি না বাসর রাতে আমার

স্বামী আমাকে অর্থ

শেখাচ্ছে কারো মাথা ঠিক থাকার

কথা। একটু বারক্ত

সুরে বললাম:- আপনার যেটা ভাল

লাগে সেটাই ডাকিয়েন।

বুঝতে পারছে মনে হয় বলল তোমার

মনে হয় খারাপ

লাগছে তুমি ঘুমিয়ে পর।

"আমার ধার্মিক স্বামী"

লেখা:-ব্যাথার দান

(২)

ঘুমটা ভাঙ্গল গুন গুন আওয়াজে।কান

খারা করে আওয়াজটা শুনতে চেষ্টা করলাম

বুঝলাম কেউ

কোরআন পড়ছে। তাকিয়ে দেখলাম

আমার স্বামী।তার

সমধুর কন্ঠে কোরআন তিলোয়াত

শুনতে ভালই লাগছিল।

তাই একটু উঠে বসলাম।

আমাকে উঠে বসতে দেখে তিলোয়াত

বন্ধ করে বলল:-

আসসালামু আলাইকুল। শুভ সকাল ,

ঘুমটা কেমন হলো?

সালাম নিয়ে বললাম জি ভাল হয়েছে।

এভাবেই কাটছিল দিনগুলা।এর

মাঝে উনি আমাকে নানা ভাবে নামাজ

পরার কথা বলত। এত

ধৈয্য আর এত ভাল করে বুঝিয়ে বলত

যে আমি নিজেই খুব

অবাক হয়ে যেতাম।তার সব

চেষ্টাকে সফল করে একদিন

নামাজ পরা শুরু করলাম।দেখলাম তার

মুখটা খুশিতে ভরে উটেছে।তার

হাসি মাখা মুখটা দেখতে ভালই লাগত।

নামাজ ৫ ওয়াক্ত হলেও আমি ৪ ওয়াক্ত

পরতাম। ফজরের

নামাজ পরতাম না।খুব আলসেমি লাগত।

উনি আমাকে ডাকতেন শুনেও জাগতাম

না।

এটা উনি বুঝতে পেরেছিল

যে আমি ইচ্ছা করেই উঠি না।

তাই

আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে বলল:-

দ্যাখো তুমি এভাবে প্রতিদিন ৮

ঘন্টা করে ঘুমাও

তাহলে দিনের ৩ ভাগের ১ভাগ

তুমি ঘুমিয়ে কাটাচ্ছ।

যদি তোমার আয়ুকাল ৬০ বছর হয়

তাহলে তুমি ৩ভাগের

এক ভাগ মানে ২০ বছর ঘুমিয়ে কাটাচ্ছ।

আল্লাহ

তো তোমাকে এই দীর্ঘ সময়

ঘুমীয়ে কাটাতে পৃথিবীতে পাঠাইনি।

তারপর অনেকগুলা ভাল

ভাল কথা আর কোরআনের

বাণী শুনালেন।এত ভাল

কথা শুনিয়েছিলেন যে শুনে আমার

চোখে পানি এসে গিয়েছিল।তারপর

থেকে আজ পর্যন্ত

আমি ১ ওয়াক্ত নামাজও

আমি কাজা করিনি।সর্বদাই

ধর্মিয় অনুশাসন মেনে চলি।আজ

আমি অনুতপ্ত নয়

গর্ববোধ করি আমার স্বামীর জন্য।

সত্যিই আমি খুব

ভাগ্যবতী।কথায় বলে সাত জনম পূর্ণ্য

করলে এরকম

স্বামী পাওয়া যায়।

(ফেসবুক থেকে নেয়া)

বিষয়: বিবিধ

২৫৫৪ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242290
০৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৭
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
188170
লোকমান লিখেছেন : Worried Worried Worried
242292
০৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৩
মোঃ আবু তাহের লিখেছেন : খুব ভাল লাগলো।
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
188162
লোকমান লিখেছেন : আমারও খুব ভালো লেগেছে তাই ফেসবুক থেকে কপি করে শেয়ার করলাম।
242298
০৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৩
চেয়ারম্যান লিখেছেন : মাসাল্লাহ হুজুরের কুয়ালিটি ভালো। তবে এইভাবে রিস্ক নিলে নিজেদের অবস্থা রিয়ার আগের জীবনের মত হওয়ার সম্ভাবনা বেশি
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
188163
লোকমান লিখেছেন : সমস্যা কি ? তাহলে তো আরো ভালো।
242315
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
আফরা লিখেছেন : একজন ভাল স্বামী একটু ধৈর্যের সাথে ভালবাসা দিয়ে সাথে হালকা শাসনের মাধ্যমে একজন স্ত্রীকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে ।কিন্তু একজন স্ত্রীর পক্ষে অনেক এটা কঠিন ।
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
188168
লোকমান লিখেছেন : বিনয়ের সাথে আমি একটু দ্বিমত প্রকাশ করতে চাই। আমি মনে করি একজ স্বামীর পক্ষে তার স্ত্রীকে সঠিক পথে আনা যতটা সহজ তার চেয়ে আরো বেশি সহজ স্ত্রীর পক্ষে তার স্বামীকে সঠিক পথে আনা। কারণ স্ত্রীরা বেশি ভালোবাসতে জানে। আর ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব।
০৬ জুলাই ২০১৪ রাত ০৯:৪৬
188216
আফরা লিখেছেন : আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে তবে আমার কাছে এটাই মনে হয় ।কারন মেয়েরা সহজে বশ্যতা স্বীকার করে ।
০৬ জুলাই ২০১৪ রাত ১০:৪২
188229
লোকমান লিখেছেন : "মেয়েরা সহজে বশ্যতা স্বীকার করে"তাই নাকি? এই তথ্য তো আমার আগে জানা ছিল না। হতেও পারে..
০৭ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৭
188343
প্রবাসী আশরাফ লিখেছেন : প্রবাসী লোকমান ভাইয়ের সাথে শতভাগ একমত পোষন করছি।

আর মেয়েরা সহজেই বশ্যতা স্বীকার করে এটা সঠিক মনে হয়নি।
১৬ জুলাই ২০১৪ রাত ০২:৫০
190342
লোকমান লিখেছেন : ঐ মিয়া (প্রবাসী আশরাফ ভাই) বিয়া শাদী করনে নাই আপনি কি বুঝবেন??
242317
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহ্ আমার এই আবিয়্যাত্বা ভাইজান কবে যে বিয়ে করবে। Big Grin Big Grin Big Grin Praying Praying Praying Praying Praying Praying
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
188169
লোকমান লিখেছেন : ঐ মিয়া এই কতা ছাড়া আর কুনো কতা নাই।
০৬ জুলাই ২০১৪ রাত ০৮:৩২
188186
আবু তাহের মিয়াজী লিখেছেন : যেদিন শুনলাম আপনি আবিয়্যাত্বা Big Grin
সেদিন থেকে আমি খানা কমিয়ে দিয়েছি।Happy এখন আমার একটাই স্বপ্ন ! আপনার দায়াতের ,,,,,,,,,,,,,,,,,,,
০৬ জুলাই ২০১৪ রাত ১০:৪৩
188230
লোকমান লিখেছেন : দাঁতে ধার দিচ্ছেন তো..
242385
০৬ জুলাই ২০১৪ রাত ১১:১০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবা..
০৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৫
188286
লোকমান লিখেছেন : ভালো লাগার মতই। ধন্যবাদ মেঘ ভাঙা রোদ ভাই/বোন।
242450
০৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৪৯
কথার_খই লিখেছেন : অসাধারণ শেয়ার ধন্যবাদ
০৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৬
188287
লোকমান লিখেছেন : সত্যিই অসাধারণ। ধন্যবাদ ফর কমেন্ট।
242521
০৭ জুলাই ২০১৪ দুপুর ০১:০০
প্রবাসী আশরাফ লিখেছেন : গল্প হিসাবে সত্যিই ভালো লাগার মতো কিন্তু বাস্তবতা অনেক কঠিন। স্ত্রী যদি ভালমনের না হয় তবে দুনিয়াটাই ঐ স্বামীর জন্য সাক্ষাৎ দোযখসম।

ধন্যবাদ ফেবু থেকে ছিনিয়ে এনে গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
০৭ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৬
188352
লোকমান লিখেছেন : আপনি যেন একজন ভালোমনের লক্ষ্মি বউ পান সেই দোয়া রইল। আর আমি কিন্তু ছিনতাইকারী নই যে ছিনিয়ে আনবো বরং কপি পেষ্ট করে এনেছি। অন্যের উপর অপবাদ দেয়া ছাড়েন অন্যথায় কপালে বউ জুটবে না।
243711
১১ জুলাই ২০১৪ সকাল ০৫:৫২
জোবাইর চৌধুরী লিখেছেন :
কপি/পেষ্ট কিংবা যার ই হোক না কেন পড়লাম তো আপনার বদৌলতে। চমৎকার পোষ্ট। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম।
ধন্যবাদ।
১১ জুলাই ২০১৪ সকাল ০৬:০৮
189293
লোকমান লিখেছেন : ধন্যবাদ আপনাকেও সেই সাথে যিনি এই লেখাটির মূল লেখক নাম না জানা সেই ভদ্র লোককেও।
১০
243724
১১ জুলাই ২০১৪ সকাল ০৯:১১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : খুব ভালো লাগলো।
এবার জানান আপনার আব্বাজান কেমন আছেন? আর ব্লগের সবাই দাওয়াত পাচ্ছি কবে?
১৬ জুলাই ২০১৪ রাত ০২:৫১
190343
লোকমান লিখেছেন : আব্বাজান ভালো আছেন।
আপনারা সবাই কবে দাওয়াত পাচ্ছেন তা তো মুই নিজেও জানি না Worried Worried
১১
245264
১৬ জুলাই ২০১৪ রাত ০৮:২৭
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কয়েকদিন হলো কোন বিয়ের দাওয়াতে যাইনা আপনার বিয়ের দাওয়াত খাবো বলে। আমার সেই আশা পূর্ণ হবে কবে? আল্লাহ তুমি আমার লোকমান ভাইয়ের কপালে একখান বউ জুটিয়ে দাও। দাওয়াত খামু। :-P
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:২০
190868
লোকমান লিখেছেন : Praying Praying Praying Praying Praying Praying
১২
246606
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:৪১
দিশারি লিখেছেন : অনেক সুন্দর। ভালো লাগলো ।
০৯ নভেম্বর ২০১৪ রাত ১২:৩০
225890
লোকমান লিখেছেন : Applause Applause Applause
১৩
281927
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:০২
আহত বাংলা লিখেছেন : Bee Bee আমি পালাই কিছু বুজিনা ।
০৯ নভেম্বর ২০১৪ রাত ১২:৩০
225891
লোকমান লিখেছেন : Winking) Winking) Winking) Winking) Winking)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File