ব্লগার চেয়ারম্যান ও আলোর সন্ধানী'র বিয়েঃ তাদের জন্য রইল বিডি ব্লগ পরিবারের পক্ষ থেকে শুভ কামনা
লিখেছেন লিখেছেন লোকমান ২২ ডিসেম্বর, ২০১২, ১০:৩৬:৫২ রাত
একটি আনন্দের খবর<:-P খুশির সংবাদ<:-P ব্লগাদের সাথে শেয়ার না করে থাকতেই পারছি না। কি সেই আনন্দ সংবাদ আপনি কি জানেন ? নিশ্চয় কোন বিয়ের খবর। বিয়ের খবরের চেয়ে আর আনন্দের খবর কি আছে ?? আর এই বিয়েটা যদি হয় নিজেদের সুপরিচিত আপনজনদের মধ্যে তবে আনন্দটা বেড়ে যায় অনেক গুণ। আমাদের দুই জন খুব কাছের বন্ধু আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন <:-P <:-P
জ্বি ঠিক ধরেছেন। আমি এসবির জনপ্রিয় ব্লগার চেয়ারম্যান ও আলোর সন্ধানী 'র কথা বলছি। আজ আমাদের এই দুই প্রিয় ব্লগার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন <:-P <:-P <:-P <:-P এসবি পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা এবং রক্তিম গোলাপের শুভেচ্ছা তাদের দাম্পত্য জীবন ভরে উঠুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দে।
তাদের পরিনয় সূত্রে আবদ্ধ হওয়ার সংবাদ শুনে আজ আনন্দিত এসবি ব্লগের ব্লগারগণ। তাদের বিয়ের সংবাদটি সর্ব প্রথম ব্লগে শেয়ার করেন ব্লগার প্রবাস জীবন চেয়ারম্যানের সাথে আলোর সন্ধানীর শুভ বিবাহ আজ ।
দুই ব্লগারের বিয়ের সংবাদে বাকি ব্লগারদের প্রতিক্রিয়াঃ
আয়নাশাহ লিখেছেন : শুভেচ্ছা রইলো উভয়ের প্রতি। তাদের মিলনের মাধ্যমে প্রশান্তিতে ভরে উঠুক তাদের ঘর।
পাপি বান্দা লিখেছেন : বুঝছি এইবার মনে হয় গম চুরি কইরা মোটা টাকা পাইছে। মাগার আমরা কি দোষ করলাম ভাই, দাওয়াত দিলে নাহয় গিফট ছারাই খাইয়া আইতাম, তাই বলে দাওয়াত পামুনা এইডা কেমন কথা।
চেয়ারম্যান এর প্রতি তীব্র নীন্দা জানাচ্ছি, এবং এসবি ঝাতির কাছে এর বিচার দাবি করতাছি।
মিশেল ওবামা বলছি লিখেছেন : আলোর সন্ধানী তাহলে চেয়ার্মেন সাহেবের বউ। নব দম্পতির জন্য শুভকামনা রইলো...।
তুহিন হাসান লিখেছেন : শুভেচ্ছা ও শুভকামনা
ডাঃ নোমান লিখেছেন : প্রশান্তিতে ভরে উঠুক তাদের ঘর।
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : শাদীয়ে মোবারক । মহান আল্লাহ যেন উনাদের দাম্পত্য জীবন সুখ ও শান্তিময় করে তুলেন ।
উম্মি সাবিত লিখেছেন : শুভেচ্ছা ও শুভকামনা।
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : মহান আল্লাহ তাদের দাম্পত্ত জীবন জান্নাতী সুখে ভরিয়ে দিন।
নীলসালু লিখেছেন : সব বিয়া দেহি একলগে লাগলো!
চ্যারম্যান আর ২ ডা দিন পরে বিয়া করলে কি হইতো?
যাউগ্যা কিছু করার নাই।আমিও কামে বিজি তা হেতার বিয়াত যাইতারিনাই।তয় দোয়া রৈল হেতেনেগো লাইগ্যা
মোহাম্মদ লোকমান লিখেছেন : শুভেচ্ছা রইলো।
কুয়েত থেকে লিখেছেন : বিয়ে কবে হল? তারিখ সহ জানালে ভাল হত হাযির হতে নাপারলেও শুভেচ্ছাতো পাটাইতে পারতাম। যাক তাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ।
এম এ আলীম লিখেছেন : এটা কিন্তু ঠিক হইলোনা।চেয়ারম্যন এভাবে বলা নেই কওয়া নেই ব্লগীয় দাওয়াতও নেই বিয়ে করে ফেলছে।কয়দিন আগে আরেক ব্লগার বোন বিয়ের পিঁড়িতে বসেছিলেন কোন দাওয়াত পেলামনা।
মেধাবিকাশ লিখেছেন : চেয়ারম্যান আর হের বউতো ব্লগে ব্লগে প্রেম করতো বহুদিন যাবৎ, শরমের কথা তাই বিয়াসহ সবকিছু হেরা গোপনেই সারছে।
প্রেমের বিয়া গোপনে করনই ভালা।
ইক্লিপ্স লিখেছেন : আল্লাহ তাদের কবুল করুন। শুভকামনা রইল।
ওসমান গণি মৃধা লিখেছেন : শেষ পর্যন্ত চেয়ারম্যানেও.....
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাই একটা কোন টেলিভিশনের খবর।
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : ভাই-বোনের জন্য দোয়া রইল!
হাসান লিখেছেন : শুভকামনা ও দোয়া রইল
ধ্রুবক লিখেছেন : Congrats both two. Wishing bright future.Inshaallah
বিয়ে পাগল লিখেছেন : চেয়ারম্যান হালারে পাইয়া লই। আমারে ছাড়াই বিয়া করতাছে। দাওয়াত ও পাইনি
সাজিদ করিম লিখেছেন : barakallahu lukuma wa baraka alaikuma wa jamah bainakuma fi khair !
উল্লেখ্যঃ ১২.১২.১২ ইং তাদের বিয়ের কথা ছিল। সুন্দর তারিখটি স্মরনীয় করে রাখার জন্য কিন্তু তা আর হল না। তবুও তাদের এই বিয়ে স্মরনীয় হয়ে থাকবে কারণ এটাই প্রথম দুইজন এসবি ব্লগার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।
bdblog পরিবারের পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল । তারা দাম্পত্য জীবনে সুখী হোক
বিষয়: বিবিধ
২১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন