বিয়ে: খায় না মাথায় দেয়?
লিখেছেন লিখেছেন লোকমান ১৪ জানুয়ারি, ২০১৪, ০১:২৯:০০ দুপুর
দু অক্ষরের একটি শব্দ বিয়ে
কি হয় তা দিয়ে ?
জানতে খুব ইচ্ছে করে
কেউ কি একটু বুঝাবে মোরে ?
চারি দিকে একই কথা বিয়ে আর বিয়ে
আমি বুঝি না এসব কি হচ্ছে হায়,
আমার খুব জানতে ইচ্ছে করে
বিয়ে কি ? খায় না মাথায় দেয়??
যদি খায় তবে কথন
দুপুরে, রাতে না ভোরে?
কয় চামচ বা কয়টা
খাওয়ার আগে না পরে??
যদি মাথায় দেয় তবে
কীভাবে? বালিশের মত
নাকি মাথায় গেঁধে টুপির মত
এমন প্রশ্ন মনে জাগে শত শত।
বিয়ে কি আমি জানতে চাই
আমায় একটু বুঝাবে ভাই?
বিয়ে কি খায়
নাকি দেয় মাথায়??
{এটি প্রতিযোগিতার জন্য নহে}
বিষয়: বিবিধ
২০২৫ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কি বিয়ের বয়স হয়েছে?
বয়স হয়েছে কিনা বলতে পারবো না তবে শীতের দিনে একা একা কেমন যেন লাগে
বিয়ে মনে হয় বুকে নেয়
ড্রাফট পোস্টটকশোঃ প্রকান্ড মোলবাদীর সর্বোচ্চ উদাহরণ (১৪ জানুয়ারি, ২০১৪) tense (১৩ জানুয়ারি, ২০১৪) এক যালীম ইসলাম বিরুধী সরকারের মৃত্যু অন্য জালিম সরকারদের শিক্ষা (১৩ জানুয়ারি, ২০১৪) গোপনীয়তা রক্ষায় হযরত আবু বকর (রাঃ) (১২ জানুয়ারি, ২০১৪) মুসলমানদের বড় ঈদ (মিলাদুন্নুবী) - একটি নিবেদন (১২ জানুয়ারি, ২০১৪) দারস (১২ জানুয়ারি, ২০১৪) ইসলামী নারীদেরও মর্মস্পর্শী নির্যাতন করা হচ্ছে (সংগৃহীত) (১২ জানুয়ারি, ২০১৪) প্রচলিত ঈদে মিলাদুন্নবী ও আমার কিছু কথা (১১ জানুয়ারি, ২০১৪) গাজার গন্ধ (১১ জানুয়ারি, ২০১৪) আশ্চর্যের বিষয় ! (১১ জানুয়ারি, ২০১৪) আমার ঘুম আসেনা (১৪ জানুয়ারি, ২০১৪) মাইশা (০৯ জানুয়ারি, ২০১৪) মায়ের সতীত্ব ও সাম্প্রদায়িকতা (০৯ জানুয়ারি, ২০১৪) জাফর ইকবালের ইসলাম বিদ্ধেষী মন্তব্য; (০৯ জানুয়ারি, ২০১৪) নির্বাচনটা (০৮ জানুয়ারি, ২০১৪) প্রতিদিন (০৮ জানুয়ারি, ২০১৪) দুখের কথা (০৭ জানুয়ারি, ২০১৪) মানহা (০৮ জানুয়ারি, ২০১৪) আজ ফেলানি হত্যা দিবস ৷ (০৭ জানুয়ারি, ২০১৪) বাবার আগে ছেলের বিয়ে (০৬ জানুয়ারি, ২০১৪)
আমার কিছু ড্রাফকৃত পোস্ট খুজে পাচ্ছি না। কেন এমন হচ্ছে ???
আর আমি মডুতো নই ই, মডুর কোন আত্মীয়ও নই।
জঠিল ভাবনা -- এর উত্তর খুঁজে পেলে জানাবেন আশা করছি-- লেখার জন্য ধন্যবাদ।
তবে এসব কথা তাদের জন্য নয় যারা আল্লাহকে ভালবাসে, তাকেই খুশী করার জন্য নিরন্তর চেষ্টা সাধনা করে। অনেক ধন্যবাদ।
তবে,
বিয়ের বয়স না হওয়া অবধি বিয়ে সম্পর্কিত কোন লিখা উচিত কিনা তা দগ্ধ ব্লগারেরাই ভাল বলতে পারবে।
সাধ্যের বাহিরে বিশাল অনুষ্ঠানের কি প্রয়োজন আছে? বিশাল অংকে দেন মহর (যা পরিশোধ করার ইচ্ছাও থাকে না) ধার্য করা কি খুব বেশি প্রয়োজন?
স্বর্নের কথা না হয় বাদই দিলাম (বর্তমানে স্বর্ণের দাম কম)।
বিয়ে যত জটিল হবে সমাজে অন্যায় তত বৃদ্ধি পাবে এ কথাও অস্বীকার করার সুযোগ নেই।
ধন্যবাদ বড় ভাই।
*********************************
ক্ষমতার মহারাজ...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৩ মার্চ, ২০১৪, ১১:৫৪:১৩ সকাল
পরের পোস্ট >>
*********************
নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ
শত প্রনাম তব চরন তলে,
কৃতজ্ঞতার জল নামিছে গলে
আদেশ কর হে-দাদা দেবতা,
হে আমার নব জন্মদাতা-
আদেশ কর মোরে,
তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি
অদেশ কর হে করুনাময়
আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি
বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম
মুসলমানের মনে মহাতংক আমি
জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ
আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,
আমি বিকৃতির মহা প্রলয়
ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-
কোরআনকে করেছি কোনঠাসা,
মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস
তব মন তুষ্টির লাগি হে প্রভু,
তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন
তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা
লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা
রক্তের বন্ধন ভুলিব কেমন করে
যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,
তব তুষ্টির তরে করিতেছি বঁলি
দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ
তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র
তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন
তব মনতুষ্টির গান গাই দিবালোকে
জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি
মান অপমান যতায় তথায় দানী,
পাপিরে করি মহামহিয়ান-
নেকিরে করি অপমানের মাল্য দান,
ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু
আরো কিছুকাল কর কৃপা মোরে-
মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,
সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে
হে প্রভু-ক্ষমতার মহারাজ।
মন্তব্য করতে লগইন করুন