সংরক্ষিত ভালবাসা
লিখেছেন লিখেছেন লোকমান ০৩ আগস্ট, ২০১৩, ০৫:৫৬:৩৯ বিকাল
কেমন আছো ?
নিশ্চয় ভালো নেই । ঠিক বলছি না ?
ভাবছো কীভাবে জানলাম। জানি আমি জানি। আমাকে তো জানতেই হবে। তোমাকে আমি না জানলে আর কে জানবে ? তুমি ছাড়া আমি আর কার কাকে জানব বল ? তুমি যে আমার, শুধুই আমার। তুমি আমার হৃদয়ের মন্দিরে বসে আছ এবং সেখানেই বাসা বেঁধে নিয়েছ।
তুমি আছ হৃদয়ের মাঝে
ওখানেই রাখি তোমায়
সকাল দুপুর বিকেল সাঁজে।
তুমি ছাড়া আমি বড় একা,
তুমি ছাড়া কীভাবে যায় ভালো থাকা?
আমি ছাড়া তুমিও নেই ভালো
অচিরেই জ্বালব তোমায় নিয়ে সুখের আলো।
আমি জানি আমাকে ছাড়া তুমি ভাল থাকতে পার না। যেমনটি আমিও পারি না তোমাকে ছাড়া ।
সন্ধ্যাঁ রাতে উঠনে বসে চেয়ে থাকি আকাশ পানে। কত সুন্দর তারকারাজি। তার মাঝে চাঁদটি আরো সুন্দর লাগে। চেয়ে চেয়ে আমি চাঁদের সৌন্দয্য দেখি আর ভাবি আমার প্রিয়া চাঁদের চেয়েও সুন্দর। কি তুমি চাঁদের চেয়েও সুন্দর না ? বোকা মেয়ে কোথাকার। আয়নায় মুখটা একটু দেখো।
আকাশের চাঁদ সে তো সুন্দর
আরো সুন্দর বাগানের ফুল,
সবচেয়ে বেশি সুন্দর আমার প্রিয়া
ও তার লম্বা কালো চুল।
এই বলো তো তুমি আর কত দুরে দুরে থাকবে ? জানো তোমাকে ছাড়া আমার আর একটি মুহুর্তও ভালো লাগে না। নিজেকে খুব একা একা লাগে। কেন তুমি বুঝতে চেষ্টা করো না ? আজ আমার ইচ্ছে করে তোমার হাত ধরে বিকেল বেলা নদীর পাড়ে হাটতে। নৌকায় চড়ে দুজনে নদীর মাঝে ঘুরবো। আমি নৌকা বাইবো আর তুমি আমাকে গান শোনাবে। তোমার গান শুনে হারিয়ে যাব অকুল দরিয়ায়। কি শোনাবে না ?
নৌকা নিয়ে হারিয়ে যাব দুজন মিলে
তোমায় নিয়ে ঘুরবো হাওর, বাওর, বিলে
বিকেল গাড়িয়ে সন্ধ্যাঁ, সন্ধ্যাঁ গাড়িয়ে হবে রাত
তবুও যেতে দিব না ছাড়বো না তোমার হাত।
হারিয়ে যেতে মোদের থাকবে না কোন মানা,
কারণ তুমি আমার, আমি তোমার সবারই তা আছে জানা।
জানো আমাদের বাগানের বকুল গাছটি না অনেক বড় হয়েছে ? তুমি না বকুল ফুল অনেক ভালবাসো । কবে তোমাকে নিয়ে বকুল তলায় ঘুরতে যাব ? আমি তোমার পছন্দের সবুজ পাঞ্জাবী টা পড়বো তুমিও কিন্তু সেই সবুজ শাড়িটা পড়বে অতপর হারিয়ে যাবো বকুল তলায় সবুজের মাঠে। কবে তুমি আসবে আমার হয়ে ? কবে তুমি লুফে নিবে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা যা তোমার জন্যই রয়েছে সংরক্ষিত। এই হৃদয়ের রানী তুমি ছাড়া যে আর কেউ নয়। আর কত দিন বাকি ?
হে হৃদয়ের রানী আসবে তুমি কবে
কখন সোনালী সকাল হবে ?
কবে লুফে নিবে হৃদয়ের সংরক্ষিত ভালবাসা
সত্যি বলছি এটি নয় কোন মিছে আশা।
এসো প্রিয়া এসো তোমার জন্যই বসে আছি। বসে আছি সংরক্ষিত ভালোবাসা নিয়ে। যা তোমার জন্যই , শুধু তোমার জন্যই সংরক্ষিত।
বিষয়: বিবিধ
২৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন