যাসনে আমায় ভুলে

লিখেছেন লিখেছেন লোকমান ০৮ জুন, ২০১৩, ১২:৫৫:৪৬ রাত

আমি আছি এখনো আছি

যদিও আগের মত নয়

হয়ত কিছুটা অগুছালো

কিংবা এলোমেলো

তবে আমি আছি এখনো আছি।

@@@

পরিবর্তনশীল পৃথিবীতে

অনেক কিছুই তো হয় পরিবর্তন

সময়ের তালে অনেক কিছুই হয় বিবর্তন

আমি একটু পাল্টে গেলে দোষ কি তাতে ?

@@@

আগের মত নেই নেশা

ব্লগ কিংবা ফেসবুকের

তবে ভুলে থাকতে পারি না

পারবোও না বন্ধু তোদের।

@@@

মাঝে মাঝে অনলাইনে

তোদের দেখতেই আসি

আমি আসবো আমি আসবোই

কারন আমি যে তোদের খুব ভালবাসী।

@@@

আমি আছি এখনো আছি

যদিও নেই আগের মত

তবুও তোদের মনে পড়ে শত

তোরা যাসনে আমায় ভুলে।

বিষয়: বিবিধ

১৪৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File