"বিয়ের গল্প" প্রতিযোগীতার পুরস্কার বিতরন
লিখেছেন লিখেছেন সম্পাদক ০১ মার্চ, ২০১৪, ০৩:২৫:২৭ দুপুর
প্রিয় ব্লগার,
আপনারা জেনে খুশি হবেন যে,
"বিয়ের গল্প" প্রতিযোগীতার পুরস্কার আমরা ইতিমধ্যেই বিতরন করেছি। পুরস্কার বিজয়ী ও প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সবাইকে আবারো অভিনন্দন। টুডের সাথেই থাকুন।
মোট ১০ জন ব্লগারকে পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্য তিনজন এখনো ঠিকানা না পাঠানোয় পুরস্কার দেয়া যায়নি, বাকী ৭ জনের পুরস্কার ইতিমধ্যে পৌছে গেছে।
সম্পাদক, ২১/০৩/২০১৪
-------------------------------------
প্রিয় ব্লগার,
"বিয়ের গল্প" প্রতিযোগিতায় আপনাদের অভুতপুর্ব সাড়া পেয়েছি।
প্রায় শতাধিক মানের লেখা থেকে সেরা কয়েকটা নির্বাচন করতে গিয়ে আমাদের রীতিমত হিমশিম খেতে হয়েছে। মনে হয়েছে সব লেখাই সেরা। তার পরেও প্রতিযোগীতার স্বার্থে আমরা সেরা দশটি লেখা বেছে নিয়েছি।
প্রিয় পাঠক,
প্রতিযোগিতার নিয়মাবলী ছিল এরকমঃ
লেখাটা অপ্রকাশিত (আগে কোথাও প্রকাশ হয়নি) হতে হবে।প্রতিযোগিতার জন্য লিখিত বিষয়ের পরিধি- পাঠকদের ধৈর্য এবং ব্লগের পরিসরের সাথে সামন্জ্ঞস্য পূর্ণ হলেই চলবে।
সেরা যারাঃ
প্রথম
বিয়ের চিঠি ঃ নীল অপরাজিতা
Click this link
দ্বিতীয়
চোখের আলোয় দেখেছিলেম .....ঃ রাইয়ান
Click this link
তৃতীয়
বিয়ের গল্পঃ স্যাক্রিফাইস
Click this link
পাচটি সেরা নির্বাচিতঃ
দিল্লিকা লাড্ডুর খোজে ইন্দোনেশিয়া যাত্রা ঃ এলিট
Click this link
বিয়ে নিয়ে ঝামেলা!! ঃ নিমু মাহবুব
Click this link
তোমায় হৃদমাঝারে রাখবো...যেতে দেব না... .. ঃ সুমাইয়া হাবীবা
Click this link
দাদীর চোখে নাতনীর বিয়ে ঃ ভিশু
Click this link
একজন প্রবাসীর বিয়ে:ওর প্রথম কথাটি ছিলো"আল্লাহর রহমতে ভালো আছি" ঃ প্যারিস থেকে আমি
Click this link
অনলাইনে পাত্র-পাত্রী দেখা--তারপর বিয়ে ঃ সিটিজি৪বিডি
Click this link
রম্যগল্প: গায়ে হলুদ রাতেই ভালো ঃ এনামুল মামুন১৩০৫
Click this link
পুরস্কার
প্রথম স্থান অধিকারী পারেন, দুই হাজার টাকা সমমুল্যের আকর্ষনীয় পুরস্কার। দ্বিতীয় স্থান অধিকারি পাবেন, দেড় হাজার টাকা সমমুল্যের আকর্ষনীয় পুরস্কার। তৃতীয় বিজয়ী পাবেন, বারো শত টাকার মত পুরস্কার।
প্রথম,দ্বিতীয় ছাড়াও আরো পরবর্তী সাতজনের জন্য থাকবে এক হাজার টাকা মুল্যের আকর্ষণীয় পুরস্কার।
কিভাবে পাবেন পুরস্কার ঃ
যার বিজয়ী হয়েছেন তারা যে ইমেইল দিয়ে ব্লগ আইডি খুলেছেন সেই ইমেইল ব্যবহার করে, সম্পাদক বরাবর , আপনার বিস্তারিত ঠিকানা জানিয়ে ইমেইল করুন।
অপেক্ষা করুন আগামী ১৫ মার্চ ২০১৪ পর্যন্ত। এর মধ্যে পুরস্কার না পেলে আবার মেইল করুন।
ই-বুক ঃ
প্রতিযোগিতার নির্বাচিত গল্প গুলো নিয়ে "বিয়ের গল্প" নামে আলাদা একটি ই-বুক প্রকাশ হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। যেখানে মানের সব লেখাই থাকবে। কারো লেখাই বাদ যাবে না আশাকরি।
অপেক্ষা করুন পরবর্তি প্রতিযোগিতার জন্য।
আপনাদের সক্রিয় অংশগ্রহন আমাদের প্রেরনার উতস। টুডে ব্লগের সাথেই থাকুন।
ধন্যবাদান্তে
সম্পাদক, বিডিটুডে
বিষয়: বিবিধ
৪০৪৫ বার পঠিত, ১২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো নতুন নতুন প্রতিযোগিতা চাই,মডু ভাই
আরো নতুন নতুন প্রতিযোগিতা চাই,মডু ভাই Big Grin
বিজয়ীদের অভিনন্দন .
রেহনুমা ওরফে রেন্নু, হাসান ওরফে হাস্যু, পুস্পিতা ওরফে মিত্তু, ইক্লিপ্স ওরফে রুম্মা, মজুমদার ওরফে মঝ্নু, নূরআয়েশা ওরফে নোর্ঢ়া, তাঁরাচাদ ওরফে চান্দু, শুকনোপাতা ওরফে মিহি, আবুসাইফ ওরফে আস্ফা, ফাতিমা ওরফে ফাত্মী, নীলসালু ওরফে নীস্লু, চেয়ারম্যান ওরফে বস, চেয়ারম্যানেরবউ ওরফে রাণী, মুমতাহিনা ওরফে মুম্তি, বাকপ্রবাস ওরফে হাব্বি, আফরোজা ওরফে রুজ্জা, আবুজারীর ওরফে আব্জি, আরোহী ওরফে ঊন্তি, মিয়াজী ওরফে মিজু, রুবাইয়া ওরফে রুব্বু, দামাল ওরফে দাম্মি, পেন্সিল ওরফে চুক্ষী, শাহীন ওরফে আব্দু, রোদেরআলো ওরফে রুদ্রি, আবুল ওরফে আব্লু, মিশেল ওরফে মিশ্লী, লোকমান ওরফে লুক্মু, জোছনা ওরফে ইম্নু, জোবাইর ওরফে জুব্রা, লুকোচুরি ওরফে পাপ্রী, চাঁটিগা ওরফে বাহ্রা, সুমাইয়া ওরফে সুম্মু, তানিন ওরফে তান্না, রাইশা ওরফে রুশ্যী, দুহিতা ওরফে কণ্ণা, ইমরান ওরফে ইম্রু, পবিত্র ওরফে তাহ্না, নাইস ওরফে সুপ্রা, তহুরা ওরফে ক্লিন, আওন ওরফে রিস্তা, হারিকেন ওরফে হ্যারি...আরো আরো অনেক অন্নেক সম্মানিত সহব্লগার...সবশেষে মডু ওরফে টাক্লুদের শুভেচ্ছা...
আপনার চমৎকার কমেন্টের জন্য মিষ্টি
এবার বিয়েটা করেই ফেলেন, একসাথেই নাহয় খাওয়াইয়েন
অনেক অন্নেক সম্মানিত ব্লগারদের মাঝে আমার মতো নগন্য ব্লগারের নাম দেখে নিজেকে ভাগ্যবান মনে হলো।
অভিনন্দন!!!
আর অংশগ্রহণকারী সকল ব্লগারদের ডাবল অভিনন্দন!!
যারা অংশ গ্রহণ করেননি তাদেরকে পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ।
ধন্যবাদ- অভিনন্দন সবাইকে
এতগুলো অসাধারন গল্পের মাঝে সেরা গল্পগুলো বেছে নেয়ার কঠিন কাজটি করার জন্য মডারেটরবৃন্দ যে কষ্ট স্বীকার করেছেন সেজন্য তাঁদের আন্তরিক শুভেচ্ছা।
পরের তালায় মেয়ে ব্লগার
পরের তালায় বিবাহিত ব্লগার
নীচের তালাগুলোতে ব্যাচেলর ব্লগার
হা হা হা
thanks also bdtoday admin,authority......
Hope they will try to arrange same in future & try to improve the blog.
সেটাতো স্টিকি পোষ্ট ছিলো এবং বিয়ের গল্পও ছিলো বাট কি হলো বুঝলাম না।
মামাদের দৌড়ানীর উপ্রে থাকার কারণে লিখা হয় নাই!
নিজে তো বিয়ে করি নাই! কিতা লিখমু?...
যারা লিখছে...সময় পেলে তাদেরটা চুপিসারে পড়ে যাই!
মডু, অংশগ্রহণকারী এবং বিজয়ী সবাইকে শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন