শয়তানের চক্রান্ত বিয়েহিন যুব সমাজ তৈরি করা

লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ০৯ আগস্ট, ২০১৭, ১২:৩১:২৪ রাত

নবীজি (সঃ) বিয়েকে দ্বীনের অর্ধেক বলেছেন। যেই যুব সমাজ অর্ধেক দ্বীনকে বাদ দিয়েছে তাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা সম্ভব না। ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে আগে সাবালকদের বিয়ের ব্যবস্থা করতে হবে। শয়তানের চালটা লক্ষ করুন। সে বিয়ে বিরোধী সিস্টেম তৈরি করে দিয়েছে। যেখানে একটা ছেলে মেয়ে চাইলেও বিয়ে করতে পারে না বছরের পর বছর। তবে বিয়ে ব্যাতিত বাকি সব করায় তারা মুক্ত। শয়তানের সাথে আমাদেরও সিস্টেম দিয়ে ফাইট করতে হবে। সিস্টেমের বিরুদ্ধে মুখের কথা দিয়ে কাজ হয় না। মনে করেন সামাজিক সিস্টেমই এমন যেখানে যুবক ৩০ বছর বয়সেও জীবিকাহীন থাকে সেখানে আপনি বিয়ের প্রয়োজনিয়তা বিষয়ক ওয়াজ করে কি লাভ? যুবক যুবতি এমনিতেই বিয়ে করতে চায়। তাদেরকে এর গুরুত্ব বুঝানোর প্রয়োজন নেই। সুযোগ করে দিন। তারা এমনিতেই বিয়ে মুখি হবে। তাদের জীবিকা সহজ করে দিন। দেখেন তারপর কি হয়। শয়তান তাদের বিয়ে করার ধুম দেখে কান্না কাটি শুরু করে দিবে। আমরা এভাবে শয়তানের সিস্টেমের ফাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। চিন্তা করুন কত সহজে সমাজকে ইসলামের পথে অর্ধেক নিয়ে আসা যায় মাত্র একটি চাল দিয়ে।



বিষয়: বিবিধ

৫৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File