ইজমা কি?

লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ০৩ আগস্ট, ২০১৭, ১০:২৮:২১ রাত

ইজমা কি?

--------------

অনেকেই দলিল না পেলেই বিদায়াতকে ইজমার নামে চালানোর চেষ্টা করে। মানুষ ইজমা কি তা না বুঝে বিভ্রান্ত হয়।

ইজমা মানে কি?

-ঐক্য মত।

তারমানে যে কেউ ঐক্য মতে আসলেই হবে?

-না। ঐক্য মতে আসতে হবে ধার্মিক জ্ঞানীদের।

ইজমার শর্ত কি কেবল এটাই?

-না, আরো আছে। ইজমার অন্যতম শর্ত হল এর জন্যও কোরআন বা হাদিসের দলিল লাগবে। এই অংশটাই মানুষ বুঝতে ভুল করে। দলিল বিহিন ইজমার কোন মুল্য নেই। কারন সেটা মানুষের মনগড়া মত। ইজামাতে কিভাবে দলিল ব্যবহৃত হয় একটা উদাহরণ দেই।

সিগারেট হালাল নাকি হারাম?

কোরআন বা হাদিসে কোথাও বলা নেই সিগারেট হারাম। তাহলে কিভাবে এখানে হারাম বলে ইজমা হতে পারে??? হতে পারে কোরআনের দলিলের ভিত্তিতে।

যদিও কোরআনে সরাসরি ধূমপান হারাম বলা হয় নি তথাপি সুরা বাকারার ১৯৫ নং আয়াতে আল্লাহ বলেছেন- "নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না।" আর আমরা জানি ধূমপান জীবনকে ধ্বংসের সম্মুখীন করে। বর্তমান পৃথিবীতে ২৫% ক্যান্সার হয় তামাকের কারনে। অর্থাৎ বাকারার ১৯৫ নাম্বার আয়াতের মাধ্যমে এই সিদ্ধান্তে আসা যায় যে ধূমপান হারাম। আর আলেমরাও এ ব্যাপারে একমত হয়েছেন। অর্থাৎ ইজমা হয়েছে। এভাবে দলিলের মাধ্যমেই ইজমা, কিয়াস হয়। এবার ভাবুন, ইন শা আল্লাহ বুঝতে পারবানে।- আবদুল্লাহ

বিষয়: বিবিধ

৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File