ইসলামী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত "ইসলামী আন্দোলন বাংলাদেশ"
লিখেছেন লিখেছেন কাজী সফি আবেদীন ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:৫১:১৩ রাত
বাংলাদেশ প্রেক্ষাদৃশ্যে অতীত থেকে বহু ইসলামী সংগঠন রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হয়েছে, কোন কোন দল আলোচিত হয়েছে আবার সমালোচিতও হয়েছে অনেক দল৷
কেউ রাজনীতি তে ইসলাম কে ক্ষমতা পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আবার অনেক সংগঠন সৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নীতির অপর অবিচল থেকে এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার ভালোবাসার স্থানটি অর্জন করতে সফল হয়েছে, তন্মধ্যে "ইসলামী আন্দোলন বাংলাদেশ" অন্যতম৷
হাটি হাটি পাঁ পাঁ করে এই সংগঠন টি আজ সবার কাছে একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে, দেশের গন্ডি পেরিয়ে বিশ্ববাসীর নিকট এই সংগঠনের কদর বেড়েই চলছে৷
দলটির আমির হযরত মুফতি রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর আমন্ত্রণে গতবারের মত এবারো বিভিন্ন দেশের রাস্ট্রীয় অতিথীগণ চরমোনাইর মাহফিলে স্বতস্পূর্ত ভাবে অংশ গ্রহণ করেছেন
আরব এর মেহমান বৃন্দ
এবার চরমোনাইতে যেসব অতিথীবৃন্দ এসেছেন তারা হলেন
১. ড. সা‘আদ। সৌদি আরবের রাষ্ট্রিয় সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য এবং বাদশা সালমান বিন আবদুল আজিজের উপদেষ্টা।
২. ড. ইব্রাহীম বিন আব্দুল আজিজ আল যায়েদ
সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ উপদেষ্টা ও এ মন্ত্রনালয়ের উচ্চ পরিষদের সেক্রেটারী।
৩. ড. আব্দুল্লাহ যয়ফুল্লাহ আল মুতাইরী, মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ উপদেষ্টার বিশেষ সেক্রেটারী
৪. সালেম সালেহ আস সালেম, মন্ত্রনালয়ের মিডিয়া কর্মকর্তা।
৫. আবু তারেক শাম্মারী, মাননীয় খতীব, রিয়াদ জামে মাসজিদ
৬. শায়েখ খালেদ মুহাম্মাদ বিন সালেম, প্রফেসার, শরীয়া বিভাগ, উসূলু দ্বিন অনুষদ, ওমান।
৭. উপরোক্ত মেহমানের সাথি ২ জন, ওমানের বাসিন্দা।
৮. শায়েদ আ. হাফিজ মক্কি রাহ. এর সন্তান ও আওলাদদের মধ্য হতে ৪ জন।
দেওবন্দ হতে
১. আল্লামা আ. খালেক সাম্বুলি, প্রবীন মুহাদ্দিস ও নায়েবে মুহতামীম, দারুল উলুম দেওবন্দ।
২. আল্লামা কমর উদ্দীন। প্রবীন মুহাদ্দিস ও শায়েখে সানী, দারুল উলুম দেওবন্দ।
৩. আল্লামা ইউসুফ তাওলুভী, নাজেমে তা‘লীমাত, প্রবীন মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দ।
৪. আল্লামা মুজিবুল্লাহ, সাবেক নাজেমে তা‘লিমাত, প্রবীন মুহাদ্দীস, অত্যন্ত জনপ্রিয় উস্তাদ, দারুল উলুম দেওবন্দ, ভারত
বিষয়: বিবিধ
১৮৩২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চরমুনাইর মুরিদরা বাশ বেয়ে উপরে উঠে কেন ?
মন্তব্য করতে লগইন করুন