কলার পাতায় কারা খেয়েছেন আওয়াজ দেন

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:১৬:২৫ সকাল

(ছবি সংযুক্ত হলনা)

আহ কলার পাতায় খাওয়ার যে মজা তা না খেলে বোঝা যাবেনা। প্রথমে বুটের ডাল,চর্বি,আলু দিয়ে বানানো তরকারী(স্থানীয় নাম ছাক্কা)দেয়। যারা মনে করে গোস্ত কম খাওয়াবে,তারা এই ছাক্কা দ্বিতীয়বার দিয়ে যায়। তবে তৃতীয়বার সাধারনত ছাক্কা দেয়না,তাহলে গৃহস্তের ১৪ গুষ্টি উদ্ধার করে অতিথীরা। সামাজিকভাবে অপদস্ত হওয়ার ভয়ে মানুষ মরলে মহা উৎসাহে এই উৎসব পালিত হয়। কোথাও বলে চল্লিশা,কোথাও কুলখানি,তবে আমাদের এলাকায় খানা বলে।বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে ধার কর্য করে হলেও এটা করা লাগে,নইলে মানুষের কাছে অপদস্ত হতে হয়।

যাইহোক আমরা এই খওয়ার দিকে আলোকপাত করব। ছাক্কা দিয়ে ধুমধাম খাওয়ার পর মানুষ গোস্তের আশায় অপেক্ষমান থাকে। কারন এরপরই গোস্ত আসবে আর তা গরুর। পাটিতে লাইন ধরে বসে থাকা মানুষদের পাতে যারা খাবার সরবরাহ করে তাদের নাম খাজনদার। এদের ভেতর যারা খুবই প্রশিক্ষিত,তাদেরকে দিয়ে গোস্ত বেড়ে দেওয়া হয়। মূল দায়িত্বে থাকা ব্যক্তি বলে দেয় প্রথমে ২ পিস করে মার। মানে হল প্রথমে ২পিস করে দিতে হবে। তবে তারা আসলে মুখ চিনে মারে। কেউ কেউ আরেকটু বেশী চয়ে নেয়,এরা না করেনা। তবে আমি কেবল ঝোল চাইতাম। আমার শুধু ঝোল বেশী ভালো লাগত। খানিক পর আবার ভাত দিয়ে যায় এবং এরপর খাজনদারদের সরদার বলে এবার ১পিছ করে মার(পরিমানটা মানুষ ভেদে বাড়া কোমা করে)। মানে শেষবার ১পিছ করে দিয়ে যাবে। এবারও আমি ঝোল চাইতাম অনুচ্চস্বরে,কারন কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে লজ্জা করত। মূলত আমাকে জিজ্ঞেস করত কিছু দেবে কি না...তখনই বলতাম ঝোল দেন। তারা ঝোলের সাথে ছোট ছোট ২/১পিস গোস্তও দিত সেটা বেশ মজার ছিলো। তবে শেষে যখন ডাল দিয়ে যায়,তখন হয় খেলা। এ ডাল হয় পাতলা আর জম্মের মজা। কলায় পাতায় গরম ডাল ৪ দিকে সামলে খেতে হয় ,দেরী হলেই ডাল মাটিতে ... Happy

মনে পড়ছে খাটুরায় ছোটবেলায় ফুফাত ভাই মাহবুবের নানার খানা খেয়েছিলাম। হাজার হাজার লোক আমন্ত্রিত ছিলো। আমরা ২দুদিন আগেই গিয়েছিলাম স্বপরিবারে। সে সময় নিয়ম ছিলো যে বাড়িতে খানা হবে,সে বাড়ির সকল আম্তীয় স্বজন পূর্বেই সেখানে উপস্থিত থাকবে,বিশেষ করে মহিলারা ও শিশুরা। সে এক বিরাট উৎস্যব....(মানুষ মরেছে সেই আনন্দে !!!)

উক্ত খানায় অনেক গরু জবাই হল। আমি উক্ত বিশাল খানার দিন পাটি বাদ দিয়ে কলার পাতায় বসলাম ধুলো মাটিসহকারে....পরে দেখী আমার দুপাশে ফকিররা বসেছে। ফকিরদেরকে অন্যদের মত আদর আপ্যায়ন করত না। আর ফকিররা শুধু চিল্লাচিল্লি করে নিজেদের খাবারের প্রয়োজন তা জানাতো। আবার কেউ কেউ দেখলাম পলিথিনের প্যাকেটে খাবার ভরছে। একসাথে ভাত তরকারী পলিথিনে দেখে আমার ঘৃণা করছিলো। পাটিতে বসা আত্মীয়রা আমাকে ডাকলেও আর উঠিনি....সেখানেই খেয়েছিলাম Happy । ফকিরদের সাথে খেলাম বলে লজ্জাও পেয়েছিলাম ,অন্যরাও খেপাচ্ছিলো....তবে মজা করেই খেয়েছি। এরকম আরও অনেকবার খেয়েছি। মাটিতে বসে কলার পাতায় খাওয়ার মজাই আলাদা Happy

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382022
২৬ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:০৩
চোরাবালি লিখেছেন : আমিও খেয়েছি অনেক।
সর্বশেষ গত ২০০৯ অথবা ২০১০ সালে এক হিন্দু বন্ধুর বিয়েতে গিয়ে দেখেছিলাম। তাদের গ্রামের হিন্দুরা পদ্ম পাতা ও কলাপাতায় খেলেন পাটি বিছিয়ে। আমি অবশ্য সম্পর্কের খাতিরে গিয়েছিলাম খাওয়াটা বিভিন্ন কৌশলে এড়িয়ে চলেছি আজ অবধি।
২৭ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:২৭
315803
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহা...আমি বহু আগে খেয়েছি। তবে অমুসলিমদের বাড়িতে খাওয়া যায় যদি হালাল জিনিস দ্বারা আপ্যায়িত করে।
382025
২৬ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : লেখার স্টাইলটা হুমায়ূন আহমেদের মতই মনে হল। খুবই সাধারণ কিন্তু অসাধারণ!
কলা পাতায় নানান কিছু খেয়েছি, কিন্তু খানা অর্থায় আমাদের এলাকার ভাষায় জেয়াপতে থালা বাসনেই খেয়েছি। তবে কোনো অজানা কারণে এইসব খাবারের স্বাদের তুলনা হয়না।
আর বলা বাহুল্য, মানুষ সারা জীবনে বাবা মায়ের কোনো সেবা যত্ন না করলেও এই চল্লিশার দিনে কিন্তু মৃত বাবা মায়ের জন্য কোমরে লুঙ্গি তুলে নেমে পড়ে
২৭ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:২৮
315804
দ্য স্লেভ লিখেছেন : হ্যা লঙ্গী হাটুর উপর তুলে মহৎ কাঝে নেমে পড়ে। আর বিয়ের খাওয়া মিস করলেও মানুষ এই খাওয়া মিস করেনা।
382026
২৬ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১১:২৯
২৭ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:২৮
315805
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy
382030
২৭ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার লেখা পড়ে মনে করতে চেষ্টা করছি আমি খেয়েছি কিনা............।
২৮ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:০৪
315813
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম। মনে করার দরকার নেই,দাওয়াত দেন ২পিস কলা পাতা নিয়ে হাজির হব...১পিছ আপনার Happy
382034
২৭ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৪৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু সুপ্রিয় ছোট ভাই।

ছোটবেলার অনেক মজার কাহিনী মনে করিয়ে দিলেন!
২৮ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:০৫
315814
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। ছোটবেলায় অনেক কাহিনী আছে। তবে কলার পাতায় ডাল দিয়ে খেলে মানব শরীরে যে ব্যালান্স তৈরী হয়,তা দিয়ে ফুটপাথে সার্কাস দেখানো যায় HappyTongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File