চরমোনাই মাহফিলে কেন যাবেন
লিখেছেন লিখেছেন কাজী সফি আবেদীন ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:৫৫:৪৬ রাত
বাংলাদেশে ধর্মীয় অনুষ্ঠান গুলির অন্যতম একটি বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে বরিশাল কির্তণখোলা নদীর তীরবর্তী চরমোনাই নামক স্থানে অনুষ্ঠিত মাহফিল টি৷৷
আগামী ২৪,২৫ ও ২৬ ফেব্রুয়ারী ২০১৭ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে চরমোনাইর ঐতিহাসিক বাৎসরিক মাহফিলটি৷
যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত বিশেষ করে দেওবন্দ থেকে গতবারের ন্যয় এবারও যুগ শ্রেষ্ঠ বুজুর্গ গণ উপস্থিত থেকে সর্ব সাধারণের প্রতি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন৷৷
আপনি কেন চরমোনাই যাবেন?
প্রত্যেক মানুষের একটি ক্বলব আছে, যখন মানুষ গুনাহ করে তখন সেই ক্বলবে ঝং ধরে যায়, কোন নেক কাজ তার ভালো লাগেনা, চরিত্র নষ্ট হয়ে যায়, ভ্যাবিচারে লিপ্ত হয়ে যায়৷
আর এই আত্মা বা ক্বলবের পরিশুদ্ধ করাকে তাযকিয়া এ নফস বলা হয়, শরিরে বাহ্যিক রোগ দেখা দিলে আমরা ডাক্তারের নিকট যাই চিকিৎসার জন্য, বর্তমানে বাহ্যিক রুগীর চেয়ে আত্মার রুগী হাজার গুণে বেশী, এই রোগের চিকিৎসা করাতে হলে যেতে হবে আধ্যাত্বিক ডাক্তারের কাছে৷
যেহেতু আত্মার সাথে সম্পৃপ্ত কাজগুলো আল্লাহর রেজামন্দী হাসীলের জন্যই, সেহেতু আপনার আত্মার রোগের ডাক্তার হতে হবে শরিয়তের উপর প্রতিষ্ঠিত, দ্বীন সম্পর্কে ভিজ্ঞ, কোরআন-সুন্নাহ এর প্রকৃত অনুসারী এবং তাক্বওয়াবান, যার নিকট গেলে অন্তরে শান্তি মিলে৷
তাই তো লক্ষ লক্ষ লোক আত্মার চিকিৎসার জন্য ছুটে চলে চরমোনাইর প্রান্তে, আপনিও একবার গিয়ে যাচাই করুন, আপনার আত্মার পরিশুদ্ধি কোন পর্যায়ে৷
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে হক্ বুজার তৌফিক দান করুন৷
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন