আমাদের অধঃপতনের জন্য আমরাই দায়ী
লিখেছেন লিখেছেন কাজী সফি আবেদীন ২৯ এপ্রিল, ২০১৭, ০৯:৩৬:৫২ সকাল
স্পেন এর মুসলিম খলিফা ২য় আবদুর রহমান সিংহাসনে, ইসলাম আক্রান্ত হচ্ছিল চতুর্মুখী সড়যন্ত্রে, সমগ্র কুফফার শক্তি এক, ইসলাম ধর্মকে দুনীয়া থেকে চিরতরে উৎখাত করে দেয়ার জন্য একেরপর এক ভয়ঙ্কর সড়যন্ত্রের জ্বাল বিছাতে লাগলো৷
একদিকে মুসলিম শাসকদের মাঝে ইয়াহুদীদের সুন্দর কন্যাদের ব্যবহার করতে লাগলো, মদ ও নানান উপঢৌকনের মাধ্যমে তাদেরকে ইসলামের তাহজিব থেকে অনেক দূরে সরিয়ে নেয়ার পায়তারা করতে লাগলো, অপর দিকে গুপ্ত হত্যার মাধ্যমে সালতানাতে ইসলামীয়াকে দুর্বল করার প্রয়াস চালিয়ে যেতে লাগলো৷
স্পেন খলিফা ২য় আব্দুর রহমানও তাদের জ্বালে ফেসে গেলেন, খেলাফতের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, ইসলাম ও সালতানাতের হিতাকাঙ্খীগন চিন্তিত হয়ে পড়লেন, যেই খলিফার তরবারী সর্বদা কুফফার শক্তির মোকাবেলায় একসময় সতেজ ছিল, তা আজ নারী ও মদের নেশায় নিস্তেজ হয়ে গেল৷
অবশেষে হুঁশ ফিরে আসলো, শিংহ শাবক ভেড়ার পাল থেকে বেরিয়ে আসলেন, হুঁংকার ছাড়লেন কুফফারদের মুকাবিলা করার, দাঁতভাঙ্গা জবাব দিলেন এবং সালতানাতে ইসলামীয়া কে সড়যন্ত্রের কবল থেকে মুক্ত করলেন৷
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
আজ হাজারো আবদুর রহমান আছে, কুফফার শক্তির অটুট বন্ধনও আছে আগের মত, নেই প্রকৃত শিংহ শাবক, নেই সড়যন্ত্রকারীদের মোকাবিলা করার মানসিকতা, তাদের সড়যন্ত্র আজ এমন এক পর্যায়ে দাড়িয়েছে যে, আজ এক আলেম আরেক আলেমের সমালোচনা করাকে নিজের ঈমানী দায়িত্ব মনে করে, অথচ সড়যন্ত্র কারিরা আমাদের ঘরে হানা দিয়ে সবকিছু লুটে নিয়ে যাচ্ছে৷
কবে আমাদের হুঁশ ফিরবে? কবে আমাদের বিবেক জাগবে?
বিষয়: রাজনীতি
৭৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন