শব্দ করে হাসতে মানা
লিখেছেন লিখেছেন কাজী সফি আবেদীন ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:৫৬:৪৮ রাত
ক্লাসে নতুন আসা এক ছাত্রকে প্রধান ম্যাম প্রশ্ন করলেন---
ম্যাডামঃ- এই স্কুলের প্রধান ম্যামের নাম কি?
ছাত্রঃ- জানিনা ম্যাম।
ম্যাডামঃ- তোমার বাবা বাড়ি থেকে কখন বের হন?
ছাত্রঃ- জানিনা ম্যাম।
ম্যাডামঃ- আচ্ছা তোমার বাবা কি করেন?
ছাত্রঃ- গাড়ি চালান।
ম্যাডামঃ- কত স্পিডে?
ছাত্রঃ- জানিনা ম্যাম।
ম্যাডামঃ- আচ্ছা বলতো মুরগি কি পাড়ে?
ছাত্রঃ- জানিনা ম্যাম।
ম্যাডামঃ- কাল বাড়ি থেকে এর উত্তর গুলো করে আসবে।
"
ছেলেটি বাড়ি গিয়ে তার বাবাকে বলছে......
"
ছেলেঃ- বাবা আমার স্কুলের প্রধান ম্যামের নাম কি?
বাবাঃ- জয়া ম্যাম।
ছেলেঃ- তুমি বাড়ি থেকে কখন বের হও?
বাবাঃ- রোজ সকালে।
ছেলেঃ- তুমি কত জোরে গাড়ি চালাও?
বাবাঃ- ফুল স্পীডে।
ছেলেঃ- মুরগি কি পাড়ে?
বাবাঃ- ডিম পাড়ে।
"
পরদিন ক্লাসে......
"
ম্যাডামঃ- আচ্ছা রবি তুমি উত্তর গুলো করে এসেছ?
ছাত্রঃ- হ্যাঁ, ম্যাডাম।
ম্যাডামঃ- শুধু উত্তর গুলো পটাপট বল?
"
"
"
"
"
"
"
"
"
"
ছাত্রঃ- জয়া ম্যাডাম রোজ সকালে ফুল স্পীডে ডিম পাড়ে...!!
বিষয়: Contest_priyo
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন