ব্যথার বহি:প্রকাশ

লিখেছেন লিখেছেন সেইন তীরের বাসিন্ধা ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:৪১:০৭ দুপুর

আলো আর অন্ধকারের দ্বন্ধ চিরকাল ব্যাপী ছিল, আছে এবং থাকবে। প্রচলিত একটি কথন আছে,

"শত্রু তৈরী করতে হলে আপনাকে মারপিট করতে হবে না। ভাল কাজ করো, এমনিতেই হয়ে যাবে।"

শয়তানের কাজই হলো ভালো কাজে বাধা দেওয়া ও প্ররোচিত করা এবং মন্দ কাজে প্রলোভন দেখানো ও উৎসাহিত করা। তাই বলে ভাল কাজ কি থেমে গেছে কোনো কালে। ভাল কিছু করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই। কিছু নর্দমার কীট্ তখনই আপনাকে হিংসা করা শুরু করবে যখন আপনার এমন কিছু থাকবে, যা তার কাছে নেই অথবা আপনার এমন কিছু আছে যা সে কখনো অর্জন করতে পারবে না।

শেখ সা’দীর রচিত ও সত্যেন্দ্রনাথ দত্ত কর্তৃক অনুবাদকৃত 'উত্তম ও অধম' কবিতাটি বার বার মনে পড়ছে যা নিম্নে সন্নিবেশিত করা হলো--

কুকুর আসিয়া এমন কামড়

দিল পথিকের পায়,

কামড়ের চোটে বিষদাঁত ফুটে

বিষ লেগে গেল তায়।

ঘরে ফিরে এসে রাত্রে বেচারা

বিষম ব্যথায় জাগে,

মেয়েটি তাহার তারি সাথে হায়

জাগে শিয়রের আগে।

বাপেরে সে বলে র্ভৎসনা ছলে

কপালে রাখিয়া হাত,

তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে

তোমার কি নাই দাতঁ?

কষ্টে হাসিয়া আর্ত কহিল

“তুই রে হাসালি মোরে,

দাঁত আছে বলে কুকুরের পায়ে

দংশি কেমন করে?”

কুকুরের কাজ কুকুর করেছে

কামড় দিয়েছে পায়,

তা বলে কুকুরে কামড়ানো কিরে

মানুষের শোভা পায়?

বিষয়: বিবিধ

৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File