শান্তি, শৃঙ্খলা ভাতৃত্ববোধ ইসলামের প্রকৃত শিক্ষা, উগ্রতা নয়৷

লিখেছেন লিখেছেন কাজী সফি আবেদীন ০৯ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:২৮:৩৪ রাত

বিসমিল্লাহির রাহমানির রাহীম

প্রিয় বন্ধুগণ…

পৃথীবির বুকে এমন কোন মানুষ নেই যে শান্তি চায়না, কিন্তু এই চাওয়া পাওয়ার মাঝেই আছে আকাশ পাতাল পার্থক্য৷ কেউ শান্তি পেতে চায় পরিশ্রমের মাধ্যমে, কেউ পেতে চায় অন্যকে কষ্ট দিয়ে৷

কিন্তু যে শান্তি অন্যের কষ্ট দ্বারা অর্জিত হয় তা কখনোই স্থায়ী হয়নি৷ পৃথীবির বুকে আজ পর্যন্ত যত পরাশক্তির প্রকাশ ঘটেছিল তাদের অধিকাংশ'ই অন্যের রক্তের উপর নিজের শিংহাসন রচণা করেছিল, কিন্তু তা স্থায়ী হতে পারেনি৷

ইসলামের আগমণের পূর্বে পৃথীবির বুকে দুই পরাশক্তি (রোম-ফারশ্য) মানুষের রক্ত নিয়ে খেলা করতো, কিন্তু যখন ইসলামের আগমণ ঘটলো এবং এর আদর্শের বিস্তৃতি ব্যপক হারে ছড়িয়ে পড়লো, তখন দলে দলে নিপিড়িত জনতা শান্তির জন্য ইসলামের চায়াতলে একতাবদ্ধ হতে লাগলো৷

প্রায় অর্ধ পৃথীবিতে ইসলামের ইনসাফি আদালত প্রতিষ্ঠিত হলো, নিপীড়িত খৃষ্টান রাজ্যগুলি থেকে মানুষ ইনসাফের জন্য ছুটে আসতো মুসলিম শাসকদের নিকট, তখন সকল ধর্মের মানুষদের কাছে নিরাপদ আশ্রয়স্থল ছিল মুসলিম শাসকগণ৷

কিন্তু এই শান্তি পছন্দ হলোনা কায়েমী স্বার্থবাদী মহলের কাছে, ফলে এই স্বার্থবাদী মহল কিছু গাদ্দার তৈরি করে ইসলামী ঐক্য শক্তিকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিল, ফলে মানুষ আস্তে আস্তে লাগামহীন ঘোড়ার মত হয়ে পড়ে, শুধু তাই নয়, যাতে করে এই শক্তির পুনর্জাগরণ না হয়, সে জন্য মুসলমান শতদলে বিভক্ত হয়ে পড়ে৷

বর্তমানে এই বিভক্তি এমন এক পর্যায়ে গিয়ে দাড়িয়েছে যে, ভিন্ন ধর্মের মানুষ মুসলমানের নাম শুনলেই মনে করে জঙ্গীবাদী, অথচ একদিন এরাই শান্তির তালাশে ইসলামের সালতানাতে কড়া নাড়িয়ে ছিল৷

বাংলাদেশে ৮৫% এর উপরে মুসলমান হলেও আজ সাধারণ মুসলমান দাড়ি টুপি ওয়ালাদের দেখলে জঙ্গি মনে করে, এরজন্য আমি সাধারণ মানুষ কে দোষারোপ করবোনা, এর জন্য দায়ী হচ্ছে তারাই, যারা সার্থ হাসিলের জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে জনতাকে ধোকা দেয়৷

যদি একযুগ পেছনে ফিরে যাই তখন দেখি মানুষ কতটা এদেশের আলেম সমাজের প্রতি শ্রদ্ধাশীল ছিল, আর বর্তমানে তা কোন পর্যায়ে? একটু বিবেচনা করলেই সমাধান বের হয়ে আসবে৷

যদি প্রকৃত ইসলামের আদর্শে উজ্জিবিত হয়ে চলতে পারি, তাহলে পুরণায় সর্ব সাধারণের আস্থা অর্জন করতে বেশি সময় লাগবেনা, ক্ষুদার্ত মানুষগুলি শান্তি আহরণে ছুটে আসবে আদর্শের পতাকা তলে৷

তাই আসুন, উগ্রতা কে পরিহার করে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি শোনালী স্বপ্ন কে বাস্তবায়ন করি৷

বিষয়: রাজনীতি

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File