THE GIFTS OF NEW DAY IN NEW YEAR

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ০২ জানুয়ারি, ২০১৭, ১২:০৪:৩৫ দুপুর

★ 1st gift from BD TODAY BLOG : দীর্ঘ আট মাস নয় দিন পরে আমার লিখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ নিশ্চিত করেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিডি টুডে কর্তৃপক্ষের প্রতি। এখন থেকে বিডি টুডে ব্লগেও "আলমগীর ইমন" নামে নিয়মিত লিখবো ইনশাল্লাহ।

★ 2nd gift from BAKOP : নতুন বছরের শুরুতেই বাংলাদেশ কবি পরিষদ (বাকপ) কর্তৃক ঘোষণা করা হয় বিগত বছরের (২০১৬) সমাপনী সপ্তাহের (৫২ তম) সাতটি সেরা কবিতা। এতে আমারও একটি কবিতা রয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাকপের প্রতি, সভাপতি ওয়াসিম রহমান সানি ভাইসহ কবিতা নির্বাচক প্যানেলের প্রতি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বাকপ ৫২ তম সপ্তাহের সেরা কবিতাগুলো...

ক. দুধের কাঁটা

এনামুল হক

খ. শিশিরে ধোয়া ভালোবাসা

পান্নালাল গোস্বামী

গ. হলুদ শাড়ির আঁচল

কামরুল আরেফিন

ঘ. একাত্তের প্রত্যক্ষদর্শী

সোলেয়মান শিপন

ঙ. উর্ণনাভ

মারিন আহমেদ

চ. অন্তহীন অপেক্ষা

আলমগীর ইমন

ছ. নির্যাতিত রোহিঙ্গা

মুহিব্বুল্লাহ আল হুসাইনী

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমার কবিতাটি শেয়ার করলাম...

★অন্তহীন অপেক্ষা★

সে যে চলে গেলো নবরূপে সেজে

নতুন মানুষটির সঙ্গে ঐ গাঁয়ের পথ ধরে!

পঁচিশ বছরের প্রহরী আমার দিকে একবারও তাকালো না!

তবু আমি তাকিয়ে রই তার চলে যাওয়ার পথপানে

দেখার আশায় এক পলক তাকে

তার মেঘ-বরণ এলোচুল

হাওয়া উড়া শাড়ির আচল!

জানি সে আসবে না, বাসবে না ভালো আমাকে

তাই বলে আমি তো মিথ্যে নই

আমার ভালোবাসা মিথ্যে নয়

তার জন্য আপেক্ষা মিথ্যে নয়।

তার অপেক্ষায় আমার যত সুখ

তার ভাবনায় আমার যত অনুভূতি

তাকে ভালোবাসায় আমার যত তৃপ্তি

দূরেই থাকুক সে, যত দূরে সে নিজেকে সুখি ভাবে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বিষয়: বিবিধ

৮৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381095
০২ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অভিনন্দন! অভিনন্দন কবি সাহেব!!
381096
০২ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:২২
আলমগীর ইমন লিখেছেন : Happy কবি কবে হয়ে গেলাম!
ধন্যবাদ জানবেন মাছুম ভাইয়া।
381101
০২ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এবং সেই সঙ্গে সাইট টা আবার ব্লক হয়েছে!!! ব্যাঁকা পথে ঢুকে অভিনন্দন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File