শুধু তোর জন্য

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ২৭ মে, ২০১৬, ১১:৪৬:২৫ সকাল

কদিন আগে তোর ক্যাম্পাসে গিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল তুই আছিস। লুকোচুরি খেলছিস আমার সঙ্গে। শহীদ মিনার থেকে লাইব্রেরি, ডিপার্টমেন্ট থেকে ক্যানটিন, ঝুলন্ত ব্রিজ থেকে বোটানিক্যাল গার্ডেন তোকে খুঁজছি আর খুঁজছি। তোর অপেক্ষায় বসতে বসতে লাইব্রেরির সামনে কবিতা লেখা, মাইগ্রেশনের জন্য তোকে নিয়ে ডিপার্টমেন্টের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটা আরও কত শত স্মৃতি ছায়াছবির মতো ভেসে আসছিল স্মৃতির পাতা থেকে চোখের পর্দায়। আমি বাতাসে কান পেতে থেকেছি, এই বুঝি পেছন থেকে নাম ধরে ডাক দিবি তুই। বলবি, ‘চল, আজ ঝরনা দেখতে যাই...!’

মাঝে মাঝে মনে হয়, পৃথিবীর যত শূন্যতা আর অন্ধকার আস্তে আস্তে সব নেমে এল আমার দ্বারে। তবুও তুই এলি না। গিয়েছিস ভুলে চিরতরে আমায়। এভাবে যদি ভুলেই যাবি, ভুলে যাওয়ার মন্ত্রটুকু আমাকেও শিখিয়ে দিলে পারতিস! অন্তত বুকে হিমালয়চাপা যন্ত্রণা থেকে বাঁচতাম। আচ্ছা, একজন কতটা নিজবাদী হলে নিজের জন্য অন্যের হিমালয়সম যন্ত্রণাকেও উপেক্ষা করতে পারে, বলতে পারিস? আমি রোজ তোর অপেক্ষায় থাকি। ভাবি, এই বুঝি এসে বলবি, ‘দেখ, আমি চলে এসেছি সব ছেড়ে, শুধুই তোর হয়ে!' আসবি তো?

প্রথম প্রকাশ: দৈনিক 'প্রথম আলো' (০৯.০৯.২০১৫).

বিষয়: সাহিত্য

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File