উদ্দেশ্যহীন

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ৩০ এপ্রিল, ২০১৬, ০৫:২০:৫৬ বিকাল

স্তব্ধতার ভিড়ে আবদ্ধ আমি

নিশ্বাস লুকোচুরি খেলে

স্বপ্নেরা যে কবেই আত্মসমর্পিত

অব্যাকরণিক মৃত্যুর সাথে

ভুলেছি, বহু দিন আগে পড়া উপন্যাসের মতো।

তবু মুক্তির আর্তনাদ

শূন্য পৃথিবীর বুকে

প্রানহীন বাঁচার চেষ্টা আপ্রাণ।

আমি তার রন্ধ্রে রন্ধ্রে

মানবীয় গন্ধ খুঁজি,

পাইনি। দেখিনি কাউকে।

অদৃশ্য শব্দ আমায় বারন করে,

"আর যাস নে, ফিরে যা, যেখান থেকে এসেছিস।

চদ্দৌ'শ বছর ধরে আমি মানবহীন, শূন্য, হাহাকার!"

রাত ভোর হয়

দিন বিলীন হয় রাতের গায়ে

পাতায় পাতায় আড়িতে জেগে থাকে দুটি চোখ।

জানি, কোনো সমাধান নেই।

তবু খোঁজে চলি

মরীচিকায় ঢাকা অসম্ভব বস্তু

স্বপ্নহীন এ আমি, উদ্দেশ্যহীন।

বিষয়: সাহিত্য

৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File