উষ্ণতার সাজ

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ২৮ এপ্রিল, ২০১৬, ১২:৫৭:৩৫ দুপুর

ভোরের জানালায় নব বার্তা

'নতুন সূর্যোদয়ে নতুন গোলাপ'

অতঃপর মঞ্চায়ন অপেক্ষা...

চেনা মোড়কে চেনা উপগ্রহ

অচেনা টানে সুখের পরশ

দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু

ঢেকে রাখে পদ্মপাতার খামে।

হৈমন্তী বাতসের রাজত্বে

বাহুডোরে উষ্ণ হাওয়া।

অতঃপর চোখে চোখে, হাতে হাতে

সাজানো একটি শহর উষ্ণতার সাজে!

কিছু প্রহর প্রতিযোগী হয়

কন্দপাতার জলের সাথে।

অতঃপর আমি শীতল পৃথিবীর পথে,

নব বার্তার স্মরণে...

বিষয়: সাহিত্য

৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File