বলা হবে না ভালোবাসি

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ২৭ এপ্রিল, ২০১৬, ০১:৪৯:২২ দুপুর

'ভালোবাসি' বললেই কি ভালোবাসা হয়ে যায়?

তোমায় প্রথমবার দেখাতেই ভালোবেসেছি।

কিন্তু বোঝতে দিইনি সহসা।

কারণ জানি, সহজ কোন কিছুরই মূল্য থাকে না।

দিন দিন মাস অতিবাহিত হলো-

আমি বোঝাতে চেয়েছি তোমায় ইঙ্গিতে,

চোখের ভাষায়, কবিতার ভাষায়,

সর্বোপরি আমার নিরবতার ভাষায়।

হয়তো তুমি বোঝেছো কিংবা বোঝনি।

না বোঝলেও আমার করার কিছু নেই।

আমি চাইলে সহসা তোমাকে বোঝাতে পারি,

সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে দিতে পারি, 'ভালোবাসি'।

কিন্তু তা আমি চাই না!

এ কঠিন আমাকে ক্ষণিকের সহজ দেখালাম তোমাকে,

মুগ্ধ হলে তুমি। হয়তো সম্মতিও দিলে সহযাত্রী হওয়ার।

কিন্তু সেই হাসি দেখবো তো চিরদিন তোমার মুখে?

যে হাসি আমার সমস্ত কষ্ট ভোলিয়ে অনুভবে দেয় একপশলা স্বর্গীয় বৃষ্টি!

তাই আমি চাই না আমার জীবনের একটি অংশকে নাটকের দৃশ্য করতে।

আমি আমার মতো, চিরদিন আমার মতো।

যদি বোঝতে চাও বোঝে নিও

যদি জানতে চাও জেনে নিও

এ আমার অটুট অবস্থান থেকে।

আমিও তোমার চোখের ভাষার, মনের ভাষার,

সর্বোপরি নিরবতার ভাষার অপেক্ষায় থাকবো।

বিষয়: সাহিত্য

৮৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File