শুনো বন্ধু!

লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৩৯:৪৪ রাত

শুনো হে প্রিয় বন্ধু!

রাস্তা ঘাটে সুন্দরী ললনা দেখলে সবাই তার দিকে তাকিয়ে থাকে। বন্ধু! তুমি কোন সুন্দরী ললনার দিকে দৃষ্টি দিওনা। সুন্দরী ললনার দিকে যে লোকগুলোর তাকিয়ে থাকে।

তুমি বরং তাদের চেহারার দিকে তাকাও, আর যদি পারো তবে পেন্টের জিপারের দিকে দৃষ্টি দিয়ে একটা মুচকি হাঁসি উপহার দাও! আমার দৃঢ় বিশ্বাস, সুন্দরী ললনার দিকে তাকানোর চেয়ে এটাই তোমার কাছে বেশি উপভোগ্য মনে হবে। জানো বন্ধু! এখানেই পর্যবেক্ষণশক্তির পরিচয়।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File