স্বপ্নের ফেরিওয়ালী
লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ২৯ জানুয়ারি, ২০১৬, ০২:১৭:৪৩ রাত
স্বপ্নের ফেরিওয়ালী!
তুমি নিশ্চয় জানো;- মহান আল্লাহ তায়ালা
তোমাকে নিজ ঘরে থাকার নির্দেশ দান
করেছেন। আল্লাহর রাসুল (সাঃ) উনার
জীবদ্দশায়ও উনার পিছনে নামাজ পড়ার
চেয়ে বাড়ীর সব থেকে ভেতরের ঘরে
নামাজ পড়ায় অধিক সাওয়াবের কথা
উল্লেখ করে গিয়েছেন। আমাদের রব
তোমার উপরে কোন অর্থনৈতিক দায়িত্ব
চাপিয়ে দেননি। আমাদের বাড়ীতে তোমাকে
রাণী হয়ে থাকার মর্যাদা দিয়েছেন।
ভাবতে অবাক লাগে! আজ সেই তুমি
অফিস-আদালত, মাঠে-ময়দানে কাজ
করে রাণী থেকে চাকরাণী হতে চাচ্ছো?
বিষয়: সাহিত্য
১৪৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবা ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন