শাহজাদা হতে প্রস্তুত

লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ০৬ মার্চ, ২০১৬, ০২:১৬:৪৭ রাত

কলমের কাছে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে।

অথচ আমি কলমের হক আদায় করিনি।

ভাষাশৈলী ও বাক্যের গাঁথুনি দিয়ে থরে থরে

সাজাতে পারিনি আমার প্রকৃতির উদ্যান।

দোয়া চাই;- কলমের সঙ্গে আমার কলবের

শুভ মিলন যেন হয়।

ওগো শব্দের শাহজাদী!

আমি কলমের শাহজাদা হতে প্রস্তুত।

সানন্দে তুমি আমায় বরণ করে নিও।

বিষয়: Contest_priyo

১৩৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361589
০৬ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৪
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ! প্রস্ততি খুব ভাল হয়েছে । দুয়া রইল আরো এগিয়ে যান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File