বাদশা ও বেশ্যা
লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৮:১৩ রাত
একটা প্রবচন আছে;
'পুরুষ ঘর ছাড়লে হয় বাদশা, আর নারী ঘর ছাড়লে হয় বেশ্যা'।
প্রবচনটির সত্যতার প্রমাণ পেতে খোকাপণ্ডিত হওয়া লাগবে না।
তবে বাদশা হওয়া যতো কঠিন, বেশ্যা হওয়া ততই সহজ। নিজ এলাকায় খুঁজেই দেখুন না! কোথাও বাদশা পাবেন না। তবে প্রতিটা ঘরে ঘরে বেকার পুরুষ পাবেন। আর বেশ্যা হওয়া যেহেতু সহজ, এজন্য প্রতিটা এলাকায় বেশ্যা পাবেন। গ্লোবাল দুনিয়ার কল্যাণে বেশ্যা হতে এখন আর ঘর ছাড়াও লাগে না।
মোবাইল আছে, নেট আছে। আর কী লাগে!দেখিয়ে দাও, বিলিয়ে দাও, বিকিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও "ইট’স মি" এবং হয়ে যাও বেশ্যা!
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন