ভালবাসা
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:০৪:১৬ রাত
ভালবাসা
পারভীন সুলতানা
১৩/২/২০১৬
ভালবাসা তো কোন প্রতারনার নাম নয়।
ভালবাসা কোন বিশ্বাসঘাতকের ফুল নয়।
সে তো, সুন্দর কে আরো সুশভিত করে নেয় ।
আলো তে আলোকিত করে যে মন আলোবিহীন।
মূমূর্ষ হৃদয়কে বাঁচিয়ে তুলতে পারে চিকিৎসাবিহীন।
সাহারা মরুভুমিতে সৃষ্টি করে মরুউদ্যান।
তৃষিত ক্লান্ত চিত্ত পায় প্রশান্ত সবুজ উদ্যান।
শীতের অতিকষ্টে পাতা ঝরা বৃক্ষ পরে ফুলেলহার।
শ্যামল পত্রপল্লবকে দেয় ফুলে সজ্জিত বসন্তবাহার।
কুয়াশার চাদর ঝেরে ফেলে দেয় কুহুকুহু তান।
আচমকা স্মরনে বুকের গহীন হৃদপিন্ডে মারে টান।
বিনা তারে সব খবর হয়ে যায় মনে মনে জানা।
ভোরের বাতাসে বারেন্দায় দাঁড়ানো ভাবুকের ভাবনা।
যখন থাকে তোমার যৌবনের তেজদিপ্ততার বান।
তখন তারুন্যের দাপটে প্রভু্তে ছিলনা ভালবাসার টান।
এখন বার্থক্যের চাপে চলছে শরীল মনের বেশ অমিল।
তুমি কবরের পারে বসে প্রভুপ্রেমে দেখাও কত মিল।
বিষয়: বিবিধ
৫৬৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চরম সত্য কিছু কথা মালা চমৎকার ছন্দময়তায় তুলে ধরলেন!
'ভালবাসার নিরন্তর রুপ ও ভালবাসার প্রকৃত হকদার মহান রব'এই অনুভূতিটা সবার হ্রদয়ে গেথে যাক- দুয়া ও প্রত্যাশা এই!
জাযাকিল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযা-ই!
আল্লাহ সাহায্য করেছেন বলেই পেরেছি। আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ
আপনি আমার ফেবু ফ্রেন্ড লিস্টে আছেন
মন্তব্য করতে লগইন করুন