"Google Chrome" এর অজানা ফিচার!
লিখেছেন লিখেছেন মাথা নষ্ট ০৮ জানুয়ারি, ২০১৬, ১২:৪৮:২৯ রাত
আমরা সবাই যারা কম্পিউটার ব্যবহার করি মোটামুটি "Google Chrome"
"Safari"
"Microsoft Edge"
"Firefox"
"Opera"
এসব ব্রাউজারের সাথে পরিচিত। ব্রাউজার এর ব্যাপারে বিস্তারিত বলার কিছু নেই বললেই চলে।
আজকে আমি যে ব্যাপার নিয়ে বলবো তা হল "Google Chrome" এর অজানা ফিচার যা আপনি খুঁজছেন অনেক দিন ধরে কিন্তু পাচ্ছেন না অথবা পেতে হলে গুণতে হবে টাকা!
আসুন কি ব্যাপার সেই গুলা এবার দেখা যাক, যেগুলাকে বলা হয় "Extensions"
#১. TransOver :
এটি আপনাকে দিবে অসাধারণ কার্যকারিতা। আপনে হইত এমন অনেক website আছে যার লেখা বুঝেন না ভিন্ন ভাষা হওয়ার কারণে অথবা English এর দুর্বলতার কারণে কোন Article এর সব অর্থ বুঝা যায় না। বাজি ধরে বলতে পারি ,এই ফিচারটি আপনার জন্য সোনায় সোহাগা! Extension টি Add করার পরে আপনে কার্সর টি নির্দিষ্ট শব্দ বা পুরা বাক্যতিকে সিলেক্ট করে কার্সরটিকে শব্দের উপরে ধরলে এর অর্থ বের হয়ে আসবে ছোট একটা পপ আপ এর মাধ্যমে।
বিঃদ্রঃ এটি অ্যাড করার সময় কোন ভাষায় ট্রান্সলেট করতে চান সেটা বাংলা সেট করে দিবেন।
#২. Adblock :
একটি অন্যতম কার্যক্ষম ফিচার। একবার অ্যাড করে এবার দুনিয়ার যত Website আপনে ভিজিট করুন কোন বিরক্তি অ্যাড তো দূরে থাক কোন জাঙ্ক চখে পড়বেনা। বিশ্বাস না হলে এটি অ্যাড করার পরে youtube ওপেন করে দেখুন কোন অ্যাড আসে কিনা Video দেখতে।
#৩. Turn of the lights:
আপনি কি শুধু youtube এর video টা দেখতে চান? আশেপাশে স্ক্রিনের লাইট অফ করে? জলদী এই Extension টি নামিয়ে নিন। এবার youtube এ যান আর Video চালু করুন। এবার ব্রাউজারের এড্রেস বক্স এর সর্ব ডান দিকে দেখেন একটা লাইট এর সাইন আছেন, ওইটাতে জোরে গুতা মারেন আর দেখন কারিশমা।
#৪. Facebook Color Changer:
ফেসবুকের ডিফল্ট কালার Blue (নীল) দেখতে দেখতে আর ভালো লাগছে না? আসেন একটু চমক দেখে আসি। এই ফিচারটি নামিয়ে নিজের ইচ্ছে মত ফেসবুকের থিম কালার পরিবর্তন করুন অথবা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করুন যা খুশি ইচ্ছে মত।
#৫. Weather:
আকাশ এর কালো মেধের ঘনঘটা, চারদিনে বইছে বাতাস, কাল-বৈশাখের হুঙ্কার! এমন সময় কোথাও যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু বৃষ্টি হবে কি না জানে না? চিন্তা নেই। এই ফিচারটি অ্যাড করে নিন আর দেখুন আপনার গুগল ক্রমের পর্দায় কি আবহাওয়া ইঙ্গিত দিচ্ছে আজ।
#৬. Home- New tab page:
গুগল ক্রমের সাদামাটা থিম দেখে আর ভালো লাগছে না? New tab ওপেন করলে দবদবে সাদা পেজ আসে? আসুন এটার কার্যকারিতা একবার দেখে আসিন।
#৭. Awesome Screenshot: Screen capture :
National Geographic এর Website এ দেখছেন সুন্দর সুন্দর ছবি আর ফোটো, কিন্তু Download করতে পারছেন না লক থাকায়। ভাবনা নেই। এই ফিচারটি অ্যাড করে নিন আপনার Google Chrome এ আর দেখে নিন কিভাবে স্ক্রিন এর শট নিয়ে ছবিটি রেখে দিতে পারছেন।
একটা তথ্য, এই সকল Extensions এর কার্যকারিতাই আপনার Chrome ব্রাউজারটি স্লো হবে তা নিশ্চিত।
কিভাবে নামাবেন এইসব Extensions?
ব্রাউজার ওপেন করে এড্রেস বারে শুধু chrome://apps/ লিখে Enter করে দিবেন। এর পরে দেখবেন "Web Store" নামে একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করলে আপনে চলে যাবেন স্টোরে। ওইখানে একটা সার্চ বক্স আছে এবং তাঁর নিচে অপশন আছে "Apps" "Games" "Extension" "Themes" Extension এ ক্লিক করে এবার কাঙ্ক্ষিত নাম লিখে সার্চ দিবেন।
রেজাল্ট আসার পরে এই আইকন এ ক্লিক করুন
একবার অ্যাড করার পরে আপনি দেখতে পাবেন অ্যাড করা সকল Extensions ব্রাউজারের একদম ডান দিকের উপরে পাশে জ্বলজ্বল করছে।
আজ এই পর্যন্ত। আশা করি উপভোগ করছেন নিত্য নতুন আবিষ্কার। কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করবো ইনশা আল্লাহ্।
সবাই ভালো থাকুন, আল্লাহ্ হাফেজ।
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন