Facebook এর Legacy Setting.

লিখেছেন লিখেছেন মাথা নষ্ট ০৭ জানুয়ারি, ২০১৬, ০৭:৩৯:৫৮ সকাল

দিনে দিনে ফেসবুক ব্যবহারকারীদের জন্য বানানো হচ্ছে নতুন নিয়ম আর নতুন ফিচার।

তেমনই একটি নতুন ফিচার হল 'Legacy Contact'.



আসা যাক কি এই ফিচারটি ?

মৃত্যু পরবর্তী পোষ্ট!

এমন একজনকে আপনি বা আপনারা নমিনেট করে দিবেন যে হচ্ছে আপনার মৃত্যুর পরে আপনার ফেসবুক আইডি থেকে কিছু পোষ্ট করতে পারবে।



ফেসবুক অবশ্য নিয়ম বেঁধে দিয়েছে পোষ্ট এর ব্যাপারে। নমিনি কেবল মাত্র সীমিত সংখ্যক পোষ্ট করতে পারবে।

১. পিন পোষ্ট করতে পারবে। ( পোষ্ট হতে পারবে মৃত্যু এবং জানাযা সম্পরকিত)

২.ফ্রেন্ড রিকুইস্ট আসলে সেগুলা একসেপ্ট করতে পারবে।

৩.প্রফাইল ছবি পরিবর্তন করতে পারবে।

৪. কভার ছবি পরিবর্তন করতে পারবে।

আরেকটা জিনিস আপনি করতে পারবেণ সেটা হল পুরা ফেসবুকের শেয়ার করা বা পোষ্ট করার সকল ইতিহাসের একটা কপি ডাউনলোড করেতে। তবে সে ক্ষেত্রে আইডির মালিক ওই অপশন রেখে যেতে হবে।



উপরক্ত পরিবর্তন বা পরিবধন গুলা নমিনি তাঁর আইডি থেকে করতে পারবেন কিন্তু মৃত ব্যাক্তির আইডিতে লগ ইন করতে পারবেন না।

আরেকটা ফিচার হল আপনি চাইলে মৃত্যুর পরে আপনার ফেসবুক আইডি সম্পূর্ণ ডিলিট করে দিতে পারেন।



যাই করুন না কেন...

সকল কাজের গুরুত্ব বিবেচনা করবেন। একজন মানুষ মরে যাওয়ার পরে সবকিছু শেষ হয়ে যায় শুধু থেকে যায় করে যাওয়া কাজ গুলো। তাই ভালো কাজ করাই আমাদের সবার কাম্য।

আজ এই পর্যন্ত।

সবাই ভালো থাকুন। আল্লাহ্‌ হাফেজ।

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356379
০৭ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৫
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ
০৭ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৭
295919
মাথা নষ্ট লিখেছেন : ধন্য হলাম।
356385
০৭ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৪৮
বাকপ্রবাস লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০৭ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৮
295920
মাথা নষ্ট লিখেছেন : ধন্যবাদ
356428
০৭ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফিচার খারাপ না কিন্তু প্রশ্ন হইল ইউজার বেচে আছে না মড়ে গিয়েছেন সেটা ফেসবুক জানবে কিভাবে!
০৭ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫৪
295923
মাথা নষ্ট লিখেছেন : ইউজার যদি বেঁচে থাকে তাহলে নিশ্চিত সে তাঁর আইডি থেকে লগ ইন করবে । আর লগ ইন করলে ফেসবুক বুঝে যাবে ইউজার মরে নাই।
356492
০৮ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৫৭
সামছুল লিখেছেন : অনেক ধন্যবা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File