আওয়ামীলীগ-কে বৈধতা দিল কে?
লিখেছেন লিখেছেন মাথা নষ্ট ১২ জানুয়ারি, ২০১৬, ০৬:০৩:০১ সকাল
বিরাট একটা মজার বিনোদন পেলাম হাসিনার হুঙ্কার থেকে।
জানতে চান কেন?
শুনুন,
যখন আওয়ামীলীগের কোনও নাম গন্ধ আর চৈতন্য ছিলনা!
যখন কোন প্রকার অশ্লীল আর অসভ্য রাজনৈতিক নেত্রীর ছিন্নমূল ছিলও না!
তখন, হুম তখন !
১৯৭৬ সালের অগাস্ট মাসে তৎকালীন "বাকশাল" বাতিল করে মেজর জেনারেল জিয়াউর রাহমান বহুদলীয় রাজনৈতিক পরিবেশ তৈরি করেন তখন সরকারী প্রথা চালু করা হয় যে, যদি কোনও দল রাজনীতি করতে চাই তাহলে যেনও সরকারের কাছে আবেদন পত্র জমা দেয়।
তখন আওয়ামীলীগ তাঁদের অত্যাচারী দল "বাকশাল" কে বাদ দিয়ে "বাংলাদেশ আওয়ামীলীগ" নামে মেজর জেনারেল জিয়া উর রাহমান সরকারের কাছে বহুদলীয় রাজনিতি করার জন্য আবেদন পত্র জমা দেয়। আর জনাব জিয়া সেই আবেদন পত্র গৃহীত করে আওয়ামীলীগকে রাজনিতি করার সুযোগ দেন। এইটা অতি সত্য আর অনস্বীকার্য।
আর আজকে দেখলাম কলকাতার আনন্দ বাজার পত্রিকায় লেখা হয়েছে হাসিনা নাকি জনসভায় বলেছেন BNP-র রাজনিতি অবৈধ আর BNP কে বাতিল করে দিবেন ।
আসেন একটু প্রাণ খুলে, মম চিত্তে বিকট হাঁসি দিই।
বিঃদ্রঃ বাংলায় একটা প্রবাদ আছে, "পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।"
রেফারেন্স চান?
বিজ্ঞ লেখক জনাব অধক্ষ্য হারুনুর রশিদ এর লেখা "ধর্মনিরপেক্ষতাবাদী ও মুক্তিযুদ্ধের স্বত্বলোভীদের প্রতি খোলা চিঠি" বইটি নীরব চিত্তে পড়েন। উত্তর পেয়ে যাবেন আরও না জানা ইতিহাসের।
বিষয়: রাজনীতি
১২৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেমনটা খেলা হয়েছিল ১০ টাকায় চাল খাওয়ানো হবে বলে ।
বৈধতায় কি বা এসে যায়!
মন্তব্য করতে লগইন করুন