iPhone হেডফোনের Hidden ফিচার!
লিখেছেন লিখেছেন মাথা নষ্ট ১১ জানুয়ারি, ২০১৬, ০৬:২০:১২ সকাল
iPhone বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি প্রযুক্তি। মোবাইল ফোন। এই ফোনের হেডফোন নিয়ে আজকে আপনাদের সাথে আমি বাৎচিত করতে আসছি।
আমরা মোটামুটি যারা আইফন ব্যবহার করি সবাই কেবল জানি যে হেডফোন দিয়ে গান Play বা Pause করা যায়। Volume কমানো বা বাড়ানো যায়। মাগার! আরও হরেক রকম কর্মসম্পাদনকারী যন্ত্র হচ্ছে এই Headphone!
আসুন কি কি কর্ম করে দেখি!
এটি একটি আইফোনের মাইক্রোফোন। এটির ৩ টি অপশন রয়েছে।
** Volume +
** Volume -
** Center Button
এগুলো নিয়ে আজকের কাজ।
#১. Center Button ক্লিক করে চলমান গান পজ করে রাখা যায় আবার পজ করা গান প্লে করা যায়।
#২. Center Button এ ডাবল ক্লিক (একসাথে দুইবার) করলে Next গান প্লে হবে।
#৩. Center Button এ ট্রিপল ক্লিক ( একসাথে তিনবার) করলে গানের শুরু থেকে প্লে হবে অথবা Previus গান প্লে হবে।
#৪. Center Button এ ডাবল ক্লিক (এক সাথে দুইবার) করে দ্বিতীয় বারের সময় প্রেস করে ধরে রাখলে গানের Fast-forward হবে।
#৫. Center Button এ ত্রিপল ক্লিক (একসাথে তিন বার) করে তৃতীয় বারের ক্লিক করে প্রেস করে রাখলে গানের Backward হবে।
#৬. হেডফোন লাগানো অবস্থায় ফোন কল আসে তাহলে Center Button প্রেস করলে ফোন রিসিভ হয়ে যাবে।
#৭. একজনের সাথে ফোন কলের লাইনের থাকার সময় যদি আরেকটা কল আসে তাহলে লাইনের কলকে Hold করে নতুন কল রিসিভ করতে পারেন শুধু Center Button এ ক্লিক করবেন।
#৮. আপনি যদি নতুন আসা কলটি Ignore করতে চান তাহলে Center Button এ ক্লিক করে ৩ সেকেন্ড ধরে রাখুন। তাহলে কল টি কেটে যাবে আর ভইচ ম্যাসেজ দিয়ে যাবে যদি একটিভ থাকে।
#৯. Siri একটিভ করতে চাইলে শুধু মাত্র Center Button টি প্রেস করে ধরে রাখুন কয়েক সেকেন্ড।
#১০. Camera তে ছবি তুলতে চান? মোবাইলে ক্যামেরা চালু করুন এবার হেডফোনের Volume + এ ক্লিক করুন।
এই ছিল আপনাদের জন্য আজকের টেক এর ভিতর বাহির।
আশা করি উপকারে আসবে।
আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই । আল্লাহ্ হাফেজ।
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন