একের ভিতর দুই
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৮ জানুয়ারি, ২০১৬, ০১:০৬:৩২ রাত
আসলে কি একের ভিতর
দুই কখনো হয় ?
আছে কি মিল কাছে থেকেও
আট এর সাথে নয়?
আকাশের নীল দেখায় আলো ,
মেঘের কালো ঢাকে,
তারপরেও পাশাপাশিই
ধ্রুমজালের পাকে ।
সুখের সাথে দুঃখের সেতো
সব জনমের আড়ি ,
কিন্তু দেখো একই মনে
তাদের বসত বাড়ি !
পাশাপাশিই চেনা যে হয়
অচেনা দু' হাত,
তারপরেও ধরা থাকে
ভিন্ন ধারাপাত ।
''এক''টা দেখো দেখতে কেমন
''দুই'' যে বড়শির বাঁকা,
বুঝে আসে একনজরেই
বেপরিত্যের আঁকা ।
তারপরেও ক্যাম্নে বলে
আয় আমি আর তুই,
চলনা আমরা হই মিলে
একের ভিতর দুই !!
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন