'খাদিজার চিকিৎসার ব্যয় বহন করবে সরকার'
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৩ অক্টোবর, ২০১৬, ১০:২৫:৫৩ রাত
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাদিজার শরীরের ডান পাশ নড়াচড়া করছে। তার বাম পাশ অবশ হয়ে রয়েছে। তার চিকিৎসার জন্য যা যা করা দরকার সবই করা হচ্ছে। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই। এছাড়া তার লাইফসাপোর্ট খুলে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে লাইফসাপোর্ট আর প্রয়োজন হবে না।
তিনি আরও বলেন, খাদিজার হামলাকারী বদরুলের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে। তাকে আইন অনুযায়ী কঠোর শাস্তির দেওয়া হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো / অনেক ধন্যবাদ / পিলাচ
মন্তব্য করতে লগইন করুন