মহা পাপ
লিখেছেন লিখেছেন আমি ছায়ানট ১৩ অক্টোবর, ২০১৬, ১০:২২:৪৪ রাত
মায়ানমার রুহিংগা মুসলমানদের নিয়ে গত বছর লিখা আমার কবিতা, সমকালিন আবারো রুহিংগা মুসলমানদের নির্যাতনের নিন্দা জানাই।
(১০.০৬.১৫/১২:০০)
মহা পাপ
লিখার কোন ইচ্ছা ছিলনা,
বিবেক দিচ্ছিল তাড়া বার বার।
পত্রিকাতে খবর দেখে,
ভাবলাম লিখতে হবেই এবার।
ছবিগুলো দেখে কান্না অাসে,
বিশ্ব বিবেক কই।
জেন্ত মানুষ গলা কেটে, পুড়িয়ে মারে,
করে তারা হইচই।
এরা মানুষ নয় শকুনের দল,
মানুষের লাশ চায়।
মানুষ হয়ে মানুষকে মারা,
মানুষের শোভা পায়।
জীব হত্যা মহা পাপ,
বোদ্ধ গ্রন্থে পাই।
মানুষকে তারা কি ভাবে,
বলার কিছু নাই।
কথায় কথায় ধর্ম বলে,
ধর্মগ্রন্থ পড়েনা।
মানুষ মেরে খুনি হয়,
মানবতা চিনেনা।
মুসলমান অাজ নির্যাতিত,
তদের দেশে হয়।
হিন্দু,বোদ্ধ,মুসলিম এই দেশে থাকে,
কেউ কারো বিরোধ নয়।
দু'হাত তুলি মহান প্রভু,
সাহায্য কর তাদের।
মায়ানমারে নির্যাতিত অামার,
মুসলিম ভাই-বোনদের।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন