ছোট গল্প "অবাক"
লিখেছেন লিখেছেন আমি ছায়ানট ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৫:১২ রাত
শীতের দুপুর, শহরের ব্যস্ত এলাকা ত্রিমুখী রাস্তা, এমনিতেই রিক্সা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া তার মধ্যে দুপুরবেলা। মুয়াজের বাসা পাশেই কিন্তু সাথে বাসার বাজার সদাই রিক্সা ছাড়া উপায়ও নেই, পাশে অনেকেই রিক্সা খুজতেছে একটু দূরে দু'জন কলেজ ছাত্র দাঁড়িয়েছ আছে একজন ভিক্ষুক এসে ঐ দু'জন কলেজ ছাত্রের কাছে সাহায্য চাইলো তারা তখন টাকা গুনছিল, তারা তাকে অন্য দিকে দেখার জন্য বলল, ভিক্ষুকও চলে গেল।
রিক্সা খোজায় আবার মনোযোগ। মুুয়াজের কানে হঠাৎ কয়েন পরার শব্দ এলো, পাশে একজন দাঁড়িয়ে ছিলেন তাই দেখা যাচ্ছিলনা কার টাকা পরেছে পাশের মানুষটার ঐপাশ থেকে শব্দটা আসছিলো একটু এগিয়ে দেখল ঐ দুজন কলেজ ছাত্রের টাকা পরেছে।
আবার মনোযোগ রিক্সা খুজার দিকে কিন্তু কেন যেন মুয়াজের মনে হচ্ছিল তারা কয়েনটা তুলবেনা, একটু পর পাশের মানুষটা তাদেরকে বলছেন ভাই আপনাদের টাকা পরেছে ততক্ষণে তারা চলে যাচ্ছে, পিছনে তাকিয়ে তাদের একজন বলল,,,,, থাক।
মুয়াজ তো অবাক।
শিক্ষা
১। নিজে টাকা রোজি করলে ১টাকারও দাম থাকত।
২। যেসব বাবারা ছেলে চাহিবামাত্র টাকা দিয়ে দেন সতর্ক থাকুন।
৩। টাকা জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ।
৪। অসহায় ব্যাক্তিরা করুণা নয় চায় একটু সহযোগিতা তাই তাদের সহযোগী করুন।
৫। আপচয় কারী শয়তানের ভাই।
বিষয়: বিবিধ
৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন