সৎ মানুষের মাধ্যম ছাড়া শান্তির আশা করা ভু্ল।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২৩:০১ সকাল

একজন মানুষ যখন জীবনের সব দিক থেকে সৎ হয় তখন তার কাছ থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র এমন কি আন্তর্জাতিক ভাবে ভাল কিছু আশা করা যায়।

ব্যক্তির চরিত্র তখনই ভাল হয় যখন সে ভাবে " আমি যা করছি ভালো কিংবা মন্দ, এর জবাব দিহি করতে হবে, আর জবাব দিহি করতে হবে এমন এক স্বত্বার কাছে যিনি শর্বশক্তিমান "।

এই অনুভুতি যদি সঠিক ভাবে মনে জাগ্রত তখন তার দ্বারা কারও উপকার ছাড়া অপকার করা তো দুরের কথা চিন্তাও আসবে না।

আজ আমাদের এটাই অভাব তাই এতো দুর্যোগ, সামাজিক অবক্ষয়, জান মাল ইজ্জতের কোন গ্যারান্টি নাই।

আর সৎ মানুষ হওয়ার পথ একটাই, যার কাছে জবাব দিহি করতে হবে তার কথা মত চলা।

আর সে জবাব দিহিতার মালিক একমাত্র শর্বশক্তি মান আল্লাহ।

আল্লাহ আমাদের সাহায্য করুন।

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File