সন্তানকে শিষ্ঠাচার শেখান
লিখেছেন লিখেছেন মিশু ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:২১:১৩ সকাল
আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজ পরিবারগুলোতে ছেলে মেয়েরা যখন পিতা মাতাকে কাছে সাথি হিসেবে পায় না তখনই সাধারনত বাইরের অন্য কারো সান্নিধ্যে যেয়ে সেই অভাব পূরন করতে চায়। আবার অনেক ক্ষেত্রে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না কারন ঘরে বসেই নেটে সেই অভাব পূরন করতে পারে। আর এই সময়ের সুযোগ শয়তান হাতছাড়া করে না। ফলশ্রুতিতে দেখা যায় অবৈ্ধ সম্পর্কে জড়িয়ে যায় বা কোন একটি নেশায় আসক্ত হয়ে পড়ে। সময় থাকতে সময়ের মূল্যায়ন করা প্রয়োজন। বিশেষ করে মায়েদের ভূমিকা জরুরী। সন্তানকে আদর ভালোবাসা দিয়ে কাছে টেনে আদব শেখানো দরকার। জীবনকে বাস্তবতা দিয়ে শেখাতে ও বুঝাতে হবে। রংগীন চশমা খুলে দিতে হবে। প্রযুক্তির ব্যবহার সঠিক ভাবে দেখাতে হবে, সেজন্য পিতা মাতাকেও প্রযুক্তি সম্পর্কে কিছুটা জ্ঞান রাখতে হবে। আর তাই শিক্ষিত মা আরো বেশী প্রয়োজন। চাকরীর জন্য নয়, পরিবার গঠনের জন্য শিক্ষিত মা প্রয়োজন। একাডেমিক পড়াশুনা ছাড়াও শিক্ষিত হওয়া যায় আবার একাডেমিক পড়াশুনা থাকলেও শিক্ষিত হয় না। এই দুয়ের সমণ্বয় দরকার।
ওহীর জ্ঞান বাধ্যতামূলক করে সন্তানকে গড়ে দিতে হবে। পিতা মাতার সেই জ্ঞান আগেই রপ্ত করা প্রয়োজন।
একদা উমার রাদিয়াল্লাহু ‘আনহু এর কাছে এসে জনৈক ব্যক্তি নিজের সন্তানের অবাধ্যাচরণের বিরুদ্ধে অভিযোগ করে। ওমর অভিযুক্ত সন্তানকে পিতার সাথে অসদাচরণের কারণ সম্পর্কে প্রশ্ন করেন। সন্তান তখন বলল, হে আমীরুল মু’মিনীন, সন্তানের কি পিতার উপর কোনো হক আছে? উমার রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই। সে বলল, তাহলে তা কী? উমার রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, পিতা তার জন্য সৎ আদর্শ নারীকে মাতা হিসেবে গ্রহণ করবে, তার জন্য একটা সুন্দর নাম রাখবে এবং তাকে কুরআন শিক্ষা দেবে। তখন সন্তান বলল, হে আমীরুল মু’মিনীন, আমার পিতা ওগুলোতে একটিও করে নি। আমার মা হচ্ছেন ক্রীতদাসী। এক সময় মূর্তিপূজারী ছিলেন, আমার নাম রেখেছে জু‘লান (অর্থাৎ গোবরে পোকা) আর আমার বাবা আমাকে কুরআনের একটি বর্ণও শিক্ষা দেন নি। উমার তখন পিতার দিকে তাকিয়ে বললেন, তুমি এসেছ সন্তানের অসদাচরণের বিরুদ্ধে নালিশ করতে। আরে তুমি তো তার প্রতি আগেই অবিচার ও অসদাচরণ করেছ।
আব্দুল্লাহ নাসির ওলওয়ান, তারবিয়াতুল আওলাদ ফিল ইসলাম, প্রথম খন্ড, পৃ. ৩১৮।
আমাদের সমাজের আজকের সন্তানেরা যারা বিপথগামী হয়েছে বা হচ্ছে তাদের অধিকাংশই এই উত্তরটাই দিবে। আল্লাহ আমাদের ভুল থেকে সাবধান হওয়ার তাওফিক দান করুন। পরবর্তী প্রজন্ম যেন এইভুল না করে সেই জন্য এখনই পদক্ষেপ নেয়া প্রয়োজন।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাবা মায়েদের ধর্মীয় জ্ঞান থাকা খুবই প্রয়োজন, সেই সাথে কঠোর অনুশীলন। সন্তান দেখবে শিখবে আর প্রশ্ন করে বাবা মায়ের কাছ থেকে সঠিক জবাব পাবে।
জাযাকাল্লাহু খাইর
বারাকাল্লাহি ফিক।
মন্তব্য করতে লগইন করুন