বুখারী শরিফ: হাদিস নং ১২০-১২২;

লিখেছেন লিখেছেন saifu islam ১৭ আগস্ট, ২০১৬, ০৭:২৪:৩০ সন্ধ্যা



হাদিস ১২০ আবূ মুস‘আব আহমদ ইবন আবূ বাকর (র)… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললাম, ‘ইয়া রাসূলুল্লাহ! আমি আমি আপনার কাছ থেকে বহু হাদীস শুনি কিন্তু ভুলে যাই।’ তিনি বলবেন তোমার চাদর খুলে ধর। আমি খুলে ধরলাম। তিনি দু’হাত অঞ্জলী করে তাতে কিছু ঢেলে দেওয়ার মত করে বললেনঃ এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধর। আমি তা বুকের সাথে লাগালাম। এরপর আমি আর কিছুই ভুলিনি।



হাদিস ১২১ ইবরাহীম ইবনুল মুনযির (র)… ইবন আবূ ফুদায়ক (র) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেন এবং তাতে বলেন যে, রাসূলুল্লাহ তাঁর হাত দিয়ে সে চাদরের মধ্য (কিছু) দিলেন।



হাদিস ১২২ ইসমা‘ঈল (র)…আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ থেকে ইলমের দুটি পাত্র মুখস্থ করে রেখেছিলাম। তার একটি পাত্র বিতরণ করে দিয়েছি। আর অপরটি প্রকাশ করলে আমার কন্ঠনালী কেটে দেওয়া হবে। আবূ আবদুল্লাহ (র) বলেন, হাদীসে উল্লিখিত শব্দের অর্থ খাদ্যনালী।

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376425
১৭ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
saifu islam লিখেছেন : যে সমস্ত ভাইয়েরা নিয়মিত হাদিস পড়ছেন সেই ভাইদের কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও মোবারক বাদ জানাচ্ছি। এবং সবাই কে পড়ার জন্য আমন্ত্রন জানাচ্ছি।
376446
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৪২
কুয়েত থেকে লিখেছেন : মাশাআল্লাহ খুবই ভালো লাগলো চালিয়ে যান অসংখ্য ধন্যবাদ আপনাকে
376487
২০ আগস্ট ২০১৬ সকাল ১১:০২
saifu islam লিখেছেন : যাযাকাল্লাহ আপনাকেও ধন্যবাদ ; ভাই কুয়েত থেকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File