আল্লাহর সাথে বান্দার ভালবাসাটা যেন এক ডুয়েট এ্যালবাম!!!
লিখেছেন লিখেছেন আশফাক চৌধূরী ১৭ আগস্ট, ২০১৬, ০৬:৩৯:৩৯ সন্ধ্যা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আল্লাহর সাথে বান্দার ভালবাসাটা যেন এক ডুয়েট এ্যালবাম!!!
আল্লাহ তায়ালার কৃতজ্ঞ বান্দারা যেমন পাগল হয়ে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে পারেন, ঠিক তেমনি আল্লাহ তায়ালাও উনার এই কৃতজ্ঞ বান্দাদের অতুলনীয় ভালবাসার চাদরে মুড়িয়ে রাখেন!
সুমাইয়া (রা), বেলাল (রা), খাব্বাব (রা)-রা আল্লাহকে ভালবাসতে গিয়ে কতোটা নির্যাতন মাথা পেতে নিয়েছিলেন তা আমাদের অজানা নই! আমরা আবার এও জানি আল্লাহর নির্দেশে- অগ্নিকুণ্ডের আগুন ইব্রাহীম (আ)-কে স্পর্শ না করা, মাছের পেটে ইউনুস (আ) অক্ষত থাকা, লাঠির আঘাতে তৈরি হওয়া রাস্তা দিয়ে মুসা (আ)-এর নীলনদ পার হওয়াও!
আল্লাহর ভালবাসার নমুনা দেখুন-
হজরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত রাসুল (সা) বলেছেন, আল্লাহ তাআলা বলেন- ''........ আমি তার সঙ্গে থাকি (এর মানে হচ্ছে-তার অবস্থা জানি এবং তাকে সাহায্য-সহযোগিতা করি), যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে, আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিশে স্মরণ করে, আমি তাকে তার চেয়ে উত্তম মজলিশে স্মরণ করি। যদি সে আমার নিকট এক বিঘত অগ্রসর হয়, আমি তার নিকট এক হাত অগ্রসর হই। যদি সে আমার নিকট এক হাত অগ্রসর হয়, আমি তার নিকট এক বাহু অগ্রসর হই। যদি সে আমার নিকট হেঁটে আসে, আমি তার নিকট দ্রুত যাই।" (বুখারি, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ)
আমরা যে অপরাধ গুলো নিরন্তর করে যাই তার জন্য ধ্বংস ছাড়া আমাদের আর কোন প্রাপ্তি থাকতে পারে না। ভুল করলেই সাথে সাথে আল্লাহ উনার বান্দাদের উপর অসন্তুষ্ট হয়ে পড়েন না। তাদের গজব দিয়ে শেষ করে দেন না। রাগ করে- কখনোই অক্সিজেন বন্ধ করে দেন না! ক্ষুধায় মেরে ফেলেন না! পৃথিবীকে পানি শূন্য করে দেন না! রৌদে পুড়িয়ে ফেলেন না! ভুমিকম্প দিয়ে ধসিয়ে দেন না! অথচ, সবই তার ইশারার অপেক্ষায় অপেক্ষমান! হুকুম করলেই যার যার ধ্বংসলীলা নিয়ে উপস্থিত হবে মুহূর্তে! সীমা লঙ্গনের নিদৃষ্ট সীমা পার হওয়ার আগ পর্যন্ত গজব দিয়ে পাকড়াও করেন না। বরং, অপেক্ষায় থাকেন কখন উনার প্রিয় বান্দারা চোখভরা পানি নিয়ে, সিজদায় পড়ে, নিজের ভুল স্বীকার করে তাওবার ডালা হাতে আল্লাহর সমীপে হাজির হবেন! সুবাহানাল্লাহ! আল্লাহ তায়ালার কি অপূর্ব ভালবাসা বান্দার প্রতি!
বান্দা তাওবা করে ভুল থেকে ফিরে আসাটা আমার রবের কাছে অসম্ভব প্রিয় মুহূর্ত!
রাসূলুল্লাহ (সাঃ) বলেন- "আল্লাহর কসম! তোমাদের তওবা করায় আল্লাহ্ সেরূপ আনন্দিত হন, মরুভূমিতে হারিয়ে হারিয়ে যাওয়া প্রাণী খুজে পেলে তোমরা যেরূপ আনন্দিত হও।"
প্রিয় বান্দারা যখন কিছু চাই, আল্লাহ সাথে সাথে তা মন্জুর না করে কিছুটা বিলম্বিত করে ধীরে ধীরে মন্জুর করেন! কারন, প্রিয় বান্দাদের দোআ আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই, প্রিয় বান্দারা বেশি সময় নিয়ে আল্লাহ তায়ালার কাছে চাইবে এটি আল্লাহর কাছে অসম্ভব পছন্দনীয়! সুবাহানাল্লাহ!
এ সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- 'নিশ্চয়ই জিবরাঈ’ল (আ) আদমের প্রয়োজন মেটানোর জন্য দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। অতঃপর কোন অবিশ্বাসী বান্দা যখন দু’আ করে তখন মহান আল্লাহ বলেন, “হে জিবরাঈল! তার প্রয়োজন পূরণ করে দাও। আমি তার দু’আ শুনতে চাই না।” আর কোন মু’মিন বান্দা যখন দু’আ করে তখন আল্লাহ্ বলেন, “হে জিবরাঈল! তার প্রয়োজন স্থগিত রাখ, কারণ আমি তার আহবান শুনতে পছন্দ করি।”
ঐ যে বলেছিলাম, আল্লাহর সাথে ভালবাসাটা ডুয়েট?!!!!
"আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে।’' (সূরা আল-মায়িদা, আয়াত: ৫৪)
কিয়ামত দিবসের সফলতাটা এতোটাই মাইন্ড ব্লোয়িং হবে যে দুনিয়ার সমস্ত দূঃখ-দূর্দশার কথা স্মৃতির সাগরে থেকে হারিয়ে যাবে! কিয়ামত দিবসের বিফলতাটা এতোটাই হতাশাজনক হবে যে দুনিয়ার সমস্ত সুখ-শান্তির কথা স্মৃতির সাগরে থেকে হারিয়ে যাবে!
আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ(সা) বলেন- "পুনরুত্থানের দিন এমন একজন ব্যক্তিকে আনা হবে যে পৃথিবীতে আরাম-আয়েশ এবং প্রাচুর্যতার মধ্যে জীবন কাটিয়েছিল কিন্তু এখন সে জাহান্নামের বাসিন্দা হবে। এই লোকটিকে একবার মাত্র জাহান্নামের আগুনে ডুবানো হবে এবং জিজ্ঞেস করা হবে: হে আদমসন্তান! তুমি কি (দুনিয়াতে) কোনও শান্তি বা কোনও সম্পদ পেয়েছিলে? সে উত্তর দিবে: আল্লাহর কসম! না, ও আমার রব!
এবং এরপর এমন একজন ব্যক্তিকে আনা হবে যে জান্নাতের বাসিন্দা কিন্তু সে পৃথিবীতে সবচেয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছিলো। এই লোকটিকে জান্নাতে একবার মাত্র ডুবানো হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে: হে আদমসন্তান! তুমি কি (দুনিয়াতে) কোনও কষ্টের মধ্যে ছিলে? সে বলবে: আল্লাহর কসম! না, ও আমার রব! আমি দুনিয়াতে কখনোই কোনো কষ্টের সম্মুখীন হইনি বা কোনো দুর্দশায় পড়িনি।" – (সহীহ মুসলিম)
আল্লাহ উনার করুনা এবং ভালবাসার ডালা নিয়ে সর্বদায় অপেক্ষমান, এবার আমরা নগন্য বান্দাদের ডেডিকেশন প্রমানের পালা! নিজেকে "আল্লাহ প্রেমিক" প্রমানের পালা! দুনিয়ার সমস্ত মোহকে তুচ্ছ ঘোষনা করে আমরা কি দৌড়াব না আল্লাহর প্রেমে হাবুডু্ুবু খাওয়ার প্রতিযোগিতায়! আল্লাহ তায়ালা আমাদের কবুল করুন (আমীন)!
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন