বুখারী শরিফ: হাদিস নং ৪৩;

লিখেছেন লিখেছেন saifu islam ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৩০:৩০ সন্ধ্যা



হাদিস ৪৩ হাসান ইবনুস সাব্বাহ (রঃ) ……… ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণনা করেন, এক ইয়াহূদী তাঁকে বললঃ হে আমীরুল মু‘মিনীন! আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন, তা যদি আমাদের ইয়াহূদী জাতির উপর নাযিল হত, তবে অবশ্যই আমরা সে দিনকে ঈদ হিসেবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বললঃ “আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন মনোনীত করলাম।” (৫:৩) ‘উমর (রাঃ) বললেন এটি যে দিন এবং যে স্থানে নবী করীম (সাঃ) এর উপর নাযিল হয়েছিল তা আমরা জানি; তিনি সেদিন ‘আরাফায় দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জুম‘আর দিন। হাদিস

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360508
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০২
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।
360515
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File