সাম্প্রদায়িকতা
লিখেছেন লিখেছেন বাহউদ্দিন আবির ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৪০:৫৬ সন্ধ্যা
সাম্প্রদায়িকতা
সাম্প্রদায়িকতা ঠিক কি জিনিস?? এটা কি কেবল ধর্মেই আছে?? ইংরেজিতে সাম্প্রদায়িকতা মানে Communalism.
তা এই কমিইনলিজম কি কেবল ধর্মেই আছে?? নাকি অন্য কোথাও?? আমি কথা প্যাচাবোনা। আমার ব্যক্তিগত মত হল সাম্প্রদায়িকতা প্রায় সব ক্ষেত্রেই আছে।
যেমন ধরা যেতে পারে নটারডেমে পড়া ছেলেটা নিজেকে নটারডেমিয়ান, আর রেসিডেন্সিয়ালের ছেলেটা নিজেকে রেমিয়ান ভাবে। এবং দু কলেজের কোন পক্ষইই কাউকে সহ্য করতে পারে না। এটা আমার নিজের দেখা।
উদাহরনটা হয়ত পরিষ্কার না।
আরেকটা উদাহরন দেই।
বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে!! তিনি বুজাতে চেয়েছিলেন রাবির শিক্ষার্থী ঢাবির টিচার হতে পারবে না কেন না সে ঢাবির না।
এখন একটা ট্রেন্ড চালু হয়েছে ছাত্রছাত্রীদেন মাঝে যে ঢাবি, বুয়েট খর বুটেক্সে পড়ে সেই ছাত্র বাকি সব মূর্খ গন্ডার।
অন্যদিকে যারা পাবলিকে পড়ে তার ন্যাশনালের স্টুডেন্টদের ছাত্রই মনে করেনা।
এবার আশা যাক দলীয় দিক থেকে। দলের অন্ধ/উগ্র সাপোর্ট কি সাম্প্রদায়িক চিন্তা না??
এ চিন্তাটা বেশী দেখেছি ইসলামপন্থী ও বামপন্থীদদের মাঝে। এরা নিজেদের ছাড়া অন্যসবাইকে নিষ্কর্মা ভাবে।
প্রশ্ন উঠতে পারে সমাধান কি? সত্যি বলতে আমিও জানিনা তবে এর সমাধান জরুরী। যতক্ষন কোন রাস্তা না পাচ্ছেন/পাচ্ছি ততক্ষন নিজে এ চিন্তা থেকে দূরে থাকুন অন্যকে উৎসাহিত করুন। আর কোন পথ পেলে আমাদের জানান।
এখানে কাউকে খাটো করছি না বরং বলতে চাচ্ছি যোগ্যতা আছে বলেই আপনি ঐ পজিশনে। তার মানে কিন্তু এই না যে অন্যরা একেবারেই অযোগ্য।
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন