আত্নভাবনায় প্রডাক্টিভ ও নিরীহ কাজ

লিখেছেন লিখেছেন বাহউদ্দিন আবির ১৪ মে, ২০১৬, ১১:০৮:২৩ রাত

---->ফেসবুকে সারাদিন থেকে কি কর?

-গল্প পড়ি,লিখি,আর ছবি আপ্লোড করি

------>প্রেম/ভালবাসা পছন্দ করনা তবে কেন এসব নিয়েই সারাদিন ব্যয় কর??

-জানা নেই

--->প্রডাক্টিভ কি কর?

-উমম. ওরকম কিছু না তবে চিন্তা করছি কিছু করব..

--->বলতে হবেনা। বুজেছি। #নিরীহ_কাজ_কর।কারন বিতর্ক/ভেজাল এড়াতে এবং কষ্ট না করতে এর চেয়ে নিরীহ কোন কাজ আর নেই।

-ও লিখা পড়ি,মন্তব্য করি,আর ভাবি প্রোডাক্টিভ কিছু করব।

--->ওসব পড়ে আর মমন্তব্য করে কিছুই হবে ননা।আর ভাবার দরকার নেই,শোন

---------------------------->

গল্প,কবিতা,ছবি এসব মনের খোরাক এসবের দরকার আছে কিন্তু শুধু এগুলোর পিছনে সময় ব্যয় করা সময়ের অপচয়ই নয় পাপের পর্যায়ে পড়ে।

.

অনুসিদ্ধান্তঃ ফেসবুক ব্যবহার কমিয়ে দেওয়ার চেষ্টা কর..

-----

আচ্ছা আপ্নি প্রডাক্টিভ কিছু করছেন কি?

.

#বালকের_ভাবনা

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369065
১৪ মে ২০১৬ রাত ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রডাকটিভ কাজ বলতে আবার অনেকে বাচ্চা জন্ম দেওয়া বুঝে!!!
369116
১৫ মে ২০১৬ দুপুর ১২:০১
হতভাগা লিখেছেন : আন-প্রডাক্টিভ কাজ না করাই প্রডাক্টিভ কাজের সমতুল্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File